রঞ্জিত সাউ, কলকাতা: রাজারহাট (Rajarhat) এলাকা থেকে আগ্নেয়াস্ত্র (fire arms) সহ এক ব্যক্তিকে গ্রেফতার (one arrested) করল পুলিশ। শাহাবুদ্দিন মোল্লা নামে ওই ব্যক্তিকে গতকাল রাতে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ (Rajarhat Police Station)।
আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১
রাজারহাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ শাহাবুদ্দিন মোল্লা নামের এক ব্যক্তিকে গতকাল রাতে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গতকাল অর্থাৎ শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজারহাটের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বকারামতলা এলাকায় হানা দেয় পুলিশ। সেখানেই মূলত শাহাবুদ্দিন মোল্লা এবং তার বেশ কয়েকজন সঙ্গী সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। পুলিশকে দেখে তারা পালাতে শুরু করে। এরপর পুলিশ তাদের ধাওয়া করে ও শাহাবুদ্দিন মোল্লাকে ধরে ফেলে। তার কাছ থেকেই উদ্ধার হয় একটি ওয়ান শটার আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ।
পুলিশের প্রাথমিক অনুমান সামনেই পঞ্চায়েত নির্বাচন, সেই কারণেই কেউ বা কারা বাইরে থেকে আগ্নেয়াস্ত্র আনিয়ে মজুত করতে চাইছে। এমনটাই খবর পুলিশ সূত্রে। আজ ধৃত ব্যক্তিকে বারাসাত আদালতে তোলা হবে এবং পুলিশের তরফ থেকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। কার আদেশে এই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল বা কী কারণে আনা হয়েছিল তা তদন্ত করবে রাজারহাট থানার পুলিশ।
আরও পড়ুন: Job Seekers : আমরণ অনশনে দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিক চাকরিপ্রার্থীরা
দিন দুই আগেও ফের উদ্ধার হয় বেআইনি অস্ত্র। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলায় বারবার অস্ত্র উদ্ধার হয়েছে। সেই ছবিই ফের দেখা গেল। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দুই জেলা মুর্শিদাবাদ ও মালদা থেকে ফের উদ্ধার হয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র, গুলি ও কার্তুজ। পুলিশের জালে একাধিক সন্দেহভাজন অস্ত্রকারবারি। বেআইনি অস্ত্রের রমরমা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।