Tecno Smartphone: টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি (Tecno Phantom X2 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এখনও এই ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে জানা গিয়েছে টেকনো (Tecno) সংস্থার এই ফোনের প্রি-বুকিং শুরু হবে আগামী বছরের শুরু থেকে। ২ জানুয়ারি থেকে টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ফোনের প্রি-বুকিং করা যাবে অ্যামাজন থেকে। অর্থাৎ এই ই-কমার্স সংস্থা থেকেই টেকনো কোম্পানির নতুন ফোন কেনা যাবে। ৯ জানুয়ারি থেকে শুরু হবে ফোনের বিক্রি। জানা গিয়েছে, এই ফোনে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এই ফোনে একটি ৫১৬০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। চিনের সংস্থা টেকনোর নতুন ফোনে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। এই ফোন মুনলাইট সিলভার এবং স্টারডাস্ট গ্রে- এই দুই রঙে লঞ্চ হতে পারে ভারতে। 


টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ফোনের স্পেসিফিকেশন


আন্তর্জাতিক বাজারের পাশাপাশি ভারতেও লঞ্চ হতে চলেছে টেকনো সংস্থার এই ৫জি ফোন। Android 12-based HiOS 12- এর সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৬.৮ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে। তার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর থাকতে পারে এই ফোনে। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এছাড়াও এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে থাকতে পারে ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের একটি সেনসর। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে ৫১৬০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


Lava Smartphone: ভারতের নিজস্ব সংস্থা লাভা মোবাইলস (Lava Mobiles) দেশে নতুন স্মার্টফোন Lava X3 লঞ্চ করতে চলেছে। এটি একটি বাজেট স্মার্টফোন (Budget Smartphone) হতে চলেছে। শোনা যাচ্ছে, Lava X3 ফোনের দাম ১০ হাজার টাকার আশপাশে হতে পারে। যদিও এই ফোনের দাম এবং লঞ্চের দিনক্ষণ নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে প্রি-অর্ডার কবে থেকে শুরু করা যাবে তা প্রকাশ্যে এসেছে। অ্যামাজনের মাধ্যমে এই ফোনের প্রি-অর্ডার করা যাবে। যাঁরা Lava X3 ফোনের প্রি-অর্ডার করবেন, তাঁরা ফোনের সঙ্গে বিনামূল্যে একটি ওয়ারলেস ইয়ারবাডস পাবেন। আগামী ২০ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টা থেকে ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে এই ফোনের প্রি-অর্ডার করা যাবে। এই ফোন প্রি-অর্ডার করলে ২৯৯৯ টাকার Lava Probuds N11 নেকব্যান্ড পাওয়া যাবে একদম বিনামূল্যে। 


আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে দামি ফোন রয়েছে নীতা অম্বানির কাছে, দাম শুনলে চমকে যাবেন