কলকাতা: 'পুলিশ চাইলে শুভেন্দুকে এখনই গ্রেফতার করতে পারে'। আসানসোলে পদপিষ্ট হয়ে ৩জনের মৃত্যুর ঘটনায় দাবি কুণালের (Kunal Ghosh)। "গ্রেফতারি এড়ানোর রক্ষাকবচ নেই শুভেন্দু অধিকারির (Suvendu Adhikari)। এফআইআরে নাম থাকলে গ্রেফতার করতে পারে পুলিশ। শুভেন্দুকে গ্রেফতার করা যাবে না, এমন কোনও নির্দেশ নেই।'' আসানসোলে (Asansol) পদপিষ্ট হয়ে ৩জনের মৃত্যুর ঘটনায় দাবি কুণালের (Kunal Ghosh)।
৩ জনের মৃত্যুর ঘটনায় কী বললেন কুণাল ঘোষ? কম্বল নিতে গিয়ে হুড়োহুড়ি। চূড়ান্ত অব্যবস্থা। শেষে মৃত্যু। আসানসোলে বুধবার কম্বল বিতরণের এই অনুষ্ঠানেই পদপিষ্ট হয়ে এক শিশু সহ মৃত্যু হয় তিনজনের। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। চলছে দোষারোপের পালা। এদিন এপ্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, "রক্ষাকবচের কোথাও গ্রেফতার করা যাবে না, এমনটা লেখা নেই। রক্ষাকবচের যে অর্ডার বিচারপতি মান্থা দিয়েছেন তাতে স্পষ্ট বলা হয়েছে, এফআইআর স্টে করা হল এবং আগামীদিন কোর্টের অনুমোদন ছাড়া কোনও এফআইআর করা যাবে না। আমি পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি গ্রেফতারি এড়ানোর রক্ষাকবচ শুভেন্দু অধিকারীর নেই। পুলিশ মনে করলে এখনই শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে পারে।''
এদিকে পুলিশ প্রশাসন ও রাজ্যের শাসকদল বলছে, অনুষ্ঠানের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি।আবার বিজেপির দাবি, অনুষ্ঠানের ১০ দিন আগে পুলিশকে জানানো হয়েছিল। এ নিয়ে চাপানউতোরের মধ্যেই কড়া পদক্ষেপ করল পুলিশ। মৃতদের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে, আসানসোল পুরসভার তিন বিজেপি কাউন্সিলর, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি-সহ মোট ১০ জনের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। তাতে খুনের চেষ্টা ও অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ।
আরও পড়ুন: Amit Shah: পূর্ব নির্ধারিত কর্মসূচি কাটছাঁট, আজই রাজ্যে অমিত শাহ