কলকাতা: আজই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুভেন্দু-দিলীপ দ্বন্দ্বের মধ্যেই হঠাৎ মুরলীধর সেন লেনে যাচ্ছেন অমিত শাহ। পূর্ব নির্ধারিত কর্মসূচি ভেঙে মুরলীধর সেন লেনে বিজেপির পার্টি অফিসে যাওয়ার সিদ্ধান্ত। বঙ্গ-বিজেপির নেতাদের সঙ্গে মুরলীধর সেন লেনে বৈঠক করবেন অমিত শাহ। আগে কখনও বিজেপির পার্টি অফিসে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেননি শাহ। হঠাৎ কেন মুরলীধর সেন লেনে আসছেন অমিত শাহ, শুরু হয়েছে জল্পনা।


রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী: আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যে এসে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার আগে নিশ্চিদ্র নিরাপত্তা বিমানবন্দর চত্বরে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বিজেপির রাজ্য অফিসও। বিমানবন্দর থেকে সরাসরি যাবেন বিজেপি রাজ্য দফতরে। মুরলীধর সেন লেনে বিজেপির পার্টি অফিসে যাওয়ার সিদ্ধান্ত। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে এই বৈঠকে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ ১৪ জন বিজেপি নেতা। এরপর বাইপাসের ধারে একটি হোটেলেও নিরাপত্তার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর। আগামীকাল, নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক রয়েছে।                               


সাজ সাজ রব বিজেপির রাজ্য দফতরে: বছর ঘুরতেই পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই বেজে গিয়েছেন তার দামামা। তার আগে রাজ্যে অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার আগে সাজ সাজ রব বিজেপি রাজ্য দফতরে। মুরলীধর সেন লেনে বিজেপির পার্টি অফিসে যাওয়ার যে রাস্তা তা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে রাস্তা। অমিত শাহকে স্বাগত জানাতে ঢাক, ঢোল, কাসর ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে। আসতে শুরু করেছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। এসেছেন বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির ফ্ল্যাগ, ফেস্টুনে মুড়ে ফেলা হয়েছে গোটা মুরলীধর সেন লেনে বিজেপির পার্টি অফিস চত্বর।                                                                             


আরও পড়ুন: Kunal Ghosh: 'পুলিশ চাইলে শুভেন্দুকে এখনই গ্রেফতার করতে পারে' দাবি কুণালের