বেলডাঙা (মুর্শিদাবাদ): পুলিশের গাড়িতে আগুন, বিজেপি (BJP) নেত্রীর ছেলের খোঁজে মুর্শিদাবাদে (Murshidabad) অভিযানে গেল পুলিশ। নবান্ন অভিযানে (Nabanna Abhijan) পুলিশের গাড়িতে আগুন লাগানোর অভিযোগ ওঠে। মূল অভিযুক্ত বিজেপি নেত্রীর (BJP Leader) ছেলে। পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছিল বিজেপির নেত্রীর ছেলেই, এমনটাই দাবি করে পুলিশ।


মুর্শিদাবাদের বেলডাঙার (Beldanga) ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সান্ত্বনা ঘোষ। ফেরার বিজেপি কাউন্সিলর সান্ত্বনা ঘোষের ছেলেই রনি ওরফে শুভজিৎ। পেট্রোল ঢেলে পুলিশের গাড়িতে আগুন লাগানোয় অভিযুক্ত বিজেপি নেত্রীর ছেলে। ফেরার রনি ওরফে শুভজিতের খোঁজে বেলডাঙায় যায় লালবাজারের গোয়েন্দা পুলিশ। অন্যদিকে বিজেপি কাউন্সিলরের দাবি,  বেলডাঙায় লালবাজারের গোয়েন্দা পুলিশ যার ছবি দেখাচ্ছে, সে আমার ছেলে নয়। সূত্রের খবর, মূল অভিযুক্ত বিজেপি কাউন্সিলরের ছেলেই, পাল্টা দাবি পুলিশের। 


পুলিশের PCR ভ্যানে আগুন ঘিরে তরজা: বিজেপির নবান্ন অভিযানে পুলিশের PCR ভ্যানে আগুন ঘিরে শুরু হয় তরজা! মূল অভিযুক্তের খোঁজে মুর্শিদাবাদে অভিযান চালাল কলকাতা পুলিশের গোয়েন্দারা। তল্লাশি চালানো হয় বেলডাঙার ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলরের বাড়িতে। গোয়েন্দাদের দাবি, এমজি রোডে পেট্রোল ঢেলে পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি নেত্রী সান্ত্বনা ঘোষের ছেলে শুভজিৎ ঘোষ ওরফে রনি। তাঁর বিরুদ্ধে, সরকারি সম্পত্তি নষ্ট কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মীর কাজে বাধা হিংসা ছড়ানো-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশের দাবি, রনি ফেরার রয়েছেন। তাঁর খোঁজে এদিন বেলডাঙায় অভিযান চালান লালবাজারের গোয়েন্দারা। বিজেপি কাউন্সিলরের বাড়িতে তল্লাশির পাশাপাশি, স্থানীয়দের সঙ্গেও কথা বলেন তাঁরা।


প্রতিবেশীদের বয়ান: যদিও, পুলিশের দাবি, বিজেপি নেত্রীর প্রতিবেশীদের ঘটনার সময়কার রনির এই ছবি দেখানো হয়েছিল। তাঁরা সকলেই রনি ওরফে শুভজিতকে শনাক্ত করেছেন। পুলিশের আরও দাবি, মোবাইল ফোনের টাওয়ার লোকেশন থেকে দেখা গেছে, বিজেপির নবান্ন অভিযানের দিন রনি কলকাতায় ছিলেন।


রনি জড়িত না থাকলে পালিয়ে বেড়াচ্ছেন কেন? তাঁদের আরও দাবি, পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় রনি জড়িত না থাকলে, পুলিশের কাছে তথ্য-প্রমাণ নিয়ে দেখা করতে পারতেন? পালিয়ে বেড়াচ্ছেন কেন? তিনি কোথায় আছেন, তা পরিবারের সদস্যরা বলতে পারছেন না? তাঁর পরিবারের সদস্যরা তথ্য গোপন করছেন। অভিযুক্তের ছবি ইতিমধ্যেই বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। পুলিশের গাড়িতে আগুন। মূল অভিযুক্ত বিজেপি নেত্রীর ছেলে। তবে সেকথা অস্বীকার করছেন কাউন্সিলর।


আরও পড়ুন: SSC Recruitment Scam: ফের সিবিআই হেফাজত শান্তিপ্রসাদের, তদন্তে অসহযোগিতার অভিযোগ