সন্দীপ সরকার, সুদীপ চক্রবর্তী, অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা : কালিয়াগঞ্জে তাণ্ডবের দিন গুলি চালিয়েছিল পুলিশ। একটি ভিডিও ট্য়ুইট করে, এমনই দাবি করলেন সুকান্ত মজুমদার। ঘটনার দিন কালিয়াগঞ্জ থানা এলাকায় এক টোটোচালক গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ।
টোটো চালকের বাঁ-হাতে গুলি !
কালিয়াগঞ্জে ফের কাঠগড়ায় পুলিশ! এবার, এক রাজবংশী যুবককে গুলি করে মারার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে!
এই নিয়ে চাপানউতোরের মধ্যেই মঙ্গলবার কালিয়াগঞ্জ থানার সামনে উত্তেজনার সময় গুলিবিদ্ধ হওয়ার দাবি করেন স্থানীয় এক টোটোচালক। মনোজকুমার বর্মন নামে এই টোটোচালকের দাবি, মঙ্গলবার পরিবার নিয়ে টোটোয় বেরিয়েছিলেন তিনি। পরিবারের সদস্যদের গন্তব্যে পৌঁছে দিয়ে ফিরছিলেন, ঠিক তখনই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কালিয়াগঞ্জ থানা চত্বর! এই ঝামেলা হচ্ছে দেখে, সেখানেই দাঁড়িয়ে যান মনোজ। টোটোচালকের অভিযোগ, ঠিক সেই সময় তাঁর বাঁ-হাতে গুলি লাগে।
আরও পড়ুন :
শরীরচর্চার পরেই অ্যাসিডিটি হচ্ছে? এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?
কে গুলি চালাল?
মনোজকুমার বর্মন নামে আহত ওই টোটোচালক বলেন, তাঁর গুলি লেগেছে। 'তারপর ওখান থেকে চলে গেলাম কালিয়াগঞ্জ হাসপাতালে। সেখান থেকে এখন রায়গঞ্জে চিকিৎসাধীন। কে গুলি চালাল, এখন তা তো আমি বলতে পারব না। এখন কে চালিয়েছে, না চালিয়েছে।'
ইতিমধ্যেই সামনে এসেছে মনোজকুমার বর্মনের হাতের এক্স রে প্লেটের ছবি। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে, বা-বাহুতে বুলেট আটকে রয়েছে। রায়গঞ্জ জেলা হাসপাতালে এদিন তাঁর অস্ত্রোপচার করে গুলি বের করা হয়। যদিও জেলা পুলিশ সূত্রে দাবি, তারা কোনও গুলি চালায়নি। অশান্তি থামাতে রাবার বুলেট ব্যবহার করা হয়েছে।
রাবার বুলেট ?
পুলিশের দাবি প্রসঙ্গে ওই টোটোচালক আরও বলেন, ' রাবার বুলেট চালিয়েছে। পুলিশ বলছে। কিন্তু এটা তো রাবার বুলেট নয়। পুলিশ দেখেছে। পুলিশ বলেছে যে, আমরা তো রাবার বুলেট ছুড়েছি। জলকামান, রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস। এটা অন্য কেউ ছুড়তে পারে। তাই বলেছে।'
পুলিশ গুলি চালাচ্ছে বলে দাবি করে একটি ভিডিও ট্যুইট করে সুকান্ত মজুমদার দাবি করেন, কালিয়াগঞ্জে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে পুলিশ। সূত্রের খবর, আহত টোটোচালকের দাবি খতিয়ে দেখবে পুলিশ। এদিকে শুক্রবার উত্তরবঙ্গের ৮ জেলায় ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি।
আরও পড়ুন :