পার্থপ্রতিম ঘোষ ও রঞ্জিত সাউ, কলকাতাঃ রাজারহাটে (Rajarhat) মহিলাকে খুনের অভিযোগে এক মূক ও বধির তরুণকে গ্রেফতার করল পুলিশ (Police)। পুলিশ সূত্রে দাবি, জেরায় খুনের কথা কবুল করেছেন ওই যুবক। ধৃতের বিরুদ্ধে আগেও ২ মহিলাকে নিগ্রহের চেষ্টার অভিযোগ উঠেছে বলে পুলিশ সূত্রে খবর। রাজারহাটে মহিলাকে খুনের অভিযোগে ৪ দিন পর অবশেষে জালে অভিযুক্ত।


আরও পড়ুন, ‘বাংলায় আমাদের কর্মীরা খুন হচ্ছেন', এবার মোদির মুখেও 'বাংলার সন্ত্রাস'!


প্রায় ১০০ জনকে জিজ্ঞাসাবাদ করে তৈরি করা স্কেচের সূত্রে গ্রেফতার করা হল মূক বধির তরুণকে


প্রায় ১০০ জনকে জিজ্ঞাসাবাদ করে তৈরি করা স্কেচের সূত্রে গ্রেফতার করা হল মূক বধির তরুণকে। বুধবার রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে উদ্ধার হয় পঞ্চাশোর্ধ্ব মহিলার রক্তাক্ত, পা বাঁধা মৃতদেহ। পরদিন নমুনা সংগ্রহে ঘটনাস্থলে আসে ফরেন্সিক দল। আনা হয় স্নিফার ডগ। পুলিশ সূত্রে খবর, নির্জন এই এলাকায় কোনও CCTV ক্যামেরা না থাকায় কোনও ক্লু মেলেনি। এরপরই ঘটনার তদন্তে SIT গঠন করা হয়। এলাকা ছেড়ে যাতে কেউ যেতে না পারে তার জন্য বিশেষ নজরদারি শুরু হয়। সূত্রের খোঁজে, ১০০ জনের বেশি স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আঁকানো হয় সন্দেহভাজনের স্কেচ। স্কেচের সূত্রেই হদিশ মেলে মুর্শিদাবাদের বাসিন্দা বছর ২১-এর নূর মহম্মদ শেখ ওরফে বিশুর। পুলিশ সূত্রে খবর, আটক করা হয় ওই যুবককে। পেশায় নির্মাণ শ্রমিক ওই যুবক মূক ও বধির। রাজারহাটে একটি ভাড়া বাড়িতে থাকতেন।


তাঁর বিরুদ্ধে ২ মহিলাকে নিগ্রহের চেষ্টার অভিযোগ


সম্প্রতি, তাঁর বিরুদ্ধে ২ মহিলাকে নিগ্রহের চেষ্টার অভিযোগ ওঠে। যুবককে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সহজ ছিল না। পুলিশ সূত্রে খবর, তার জন্য সাংকেতিক ভাষা বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ করা হয় ক্রিমিনাল সাইকোলজিস্টের সাহায্যেও। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে খুনের কথা কবুল করেন অভিযুক্ত। এমনকী অভিযুক্ত দাবি করে, গোটা ঘটনা সে একাই ঘটিয়েছে। এরপরই, রবিবার বিকেলে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। কিন্তু কী কারণে মহিলাকে নৃশংসভাবে খুন, প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে খবর, খুনের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ধৃতকে জেরা করা হচ্ছে।ধৃতকে সোমবার বারাসাত আদালতে ( Barasat Court) তোলা হবে।