রঞ্জিৎ সাউ, কলকাতা: ফুলবাগানে (phoolbagan) এক মন্দির (temple) থেকে রূপোর মূর্তি (silver idol) চুরির (theft) ঘটনার কিনারা করল পুলিশ (kolkata)। কাঁকুড়গাছি থেকে গ্রেফতার (arrest) করা হয়েছে অভিযুক্তকে।


কী ঘটেছিল? 
পুলিশ সূত্রে দাবি, ওই ব্যক্তির থেকে রূপোর মূর্তি উদ্ধার হয়েছে। সূত্রের খবর, মন্দিরের আশপাশের যে সিসি ক্যামেরা ছিল তার ফুটেজ পরীক্ষা করেই অভিযুক্তকে চিহ্নিত করা হয়। তারপরই গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। যদিও, মন্দির থেকে চুরির ঘটনা নতুন নয় এ রাজ্যে। এর আগেও একাধিক জেলায় মন্দির থেকে গয়না, প্রণামীর বাক্সের টাকা ইত্যাদি চুরি হওয়া ঘিরে তোলপাড় পড়ে যায়। 


প্রেক্ষাপট...
গত সেপ্টেম্বরেই মেদিনীপুরে মন্দিরে চুরির ঘটনায় শোরগোল পড়ে যায়। বাড়ির চৌহদ্দিতে ঢুকে তালা ভেঙে বিগ্রহের সামগ্রী চুরি করা হয় বলে অভিযোগ। কয়েক মাসের মধ্যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর সংলগ্ন প্রগতিপল্লি এলাকার ঘটনা। এখানকার বাসিন্দা মাইকেল দাসের বাড়িতেই চুরি হয় বলে অভিযোগ। কয়েক মাস আগেই নতুন তৈরি করা বাড়িতে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। কয়েক লক্ষ টাকা খরচ করে এই প্রতিষ্ঠা পর্ব সম্পন্ন করেছিলেন তিনি। তা ছাড়া গত মে মাসেই উত্তর ২৪ পরগনার নিমতায় কালী মন্দিরে লক্ষাধিক টাকার গয়না চুরির অভিযোগে তোলপাড় পড়ে যায়। সিসি ক্যামেরায় ধরা পড়ে মন্দিরের তালা খোলার ছবি। ফুটেজে দেখা যায়, রাত ২টো নাগাদ পিঠে ব্যাগ নিয়ে এক যুবক কালী মন্দিরের গেটের তালা খুলছে। অভিযোগ, ভিতরে ঢুকে ভেঙে দেওয়া হয় মন্দিরের ৩টি সিসি ক্যামেরা। বিগ্রহের সোনার গয়না ও মন্দিরের রুপোর বাসন-সহ কয়েকলক্ষ টাকার সামগ্রী খোয়া যায় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে নিমতা থানার পুলিশ। বস্তুত চোরেদের উপদ্রবে নাভিশ্বাস উঠেছে বিদ্যালয়ের। এই ঘটনার আগেই একটি ঘটনা ঘটেছিল হাওড়ার আন্দুলের উত্তর মৌড়ি কেশবচন্দ্র নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে। একের পর এক চুরির ঘটনায় শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়া এবং অভিভাবকরা চরম আতঙ্কে পড়ে যান। তার আগে মার্চ মাসে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে মন্দিরে চুরির চেষ্টা হয়েছিল বলে খবর। হাতেনাতে পাকড়াও হয় অভিযুক্তরা। হাতেনাতে ধরে ফেলে তাদের গণপিটুনি দিয়েছিল স্থানীয়রা। সেই সময় জনরোষের হাত থেকে ৮ জনকে উদ্ধার করে পুলিশ। ৬ মহিলা-সহ ওই ৮ জনকে গ্রেফতারও করা হয়।


আরও পড়ুন:অসুস্থতা কাটিয়ে পদযাত্রায় সনিয়া, জুতোর ফিতে বেঁধে দিলেন রাহুল, ভাইরাল মা-ছেলের স্নেহঘন মুহূর্ত