রণজিৎ সাউ, দক্ষিণ ২৪ পরগনা: ভোট মিটলেও (Panchayat Election 2023) বোমা উদ্ধারের ধারায় ইতি পড়েনি এখনও। রবিবার ফের ভাঙড়ে (Bhangor Bomb Recovery) দশটি বোমা উদ্ধার করে পুলিশ। এবার একটি পাটখেতের ভিতর থেকে বোমাগুলির সন্ধান মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।


বিশদ যা জানা গেল...
ভাঙড়ের চন্দনেশ্বর ২ নম্বর অঞ্চলের উত্তর মাধবপুর এলাকায় ঘটনাটি ঘটে। সেখানকার একটি পাট খেতের ভিতর থেকে ওই দশটি বোমা উদ্ধার করে ভাঙড় থানার পুলিশ। সূত্রের খবর, পাটখেতের ভিতরে একটি ব্যাগে প্রায় বোমাগুলি রাখা ছিল। স্থানীয়দের নজরে পড়লে তাঁরা ভাঙড় থানায় খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। বোমাগুলি নিয়ে যাওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারির পর থেকে এ রাজ্যে দিকে দিকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা আকছার শোনা যাচ্ছিল। নির্বাচনের ফলপ্রকাশের পরও সেই ধারা অব্যাহত। এটুকুই নই। রবিবারই আরও একাধিক জেলা থেকে বোমা উদ্ধারের খবর এসেছে। যেমন মুর্শিদাবাদ ও মালদা। এর মধ্যে মুর্শিদাবাদের তিনটি ও মালদার একটি জায়গা থেকে প্রচুর তাজা বোমা উদ্ধার হয়। মুর্শিদাবাদের দৌলতাবাদের গৌরীপুরে পাটের জমিতে পড়েছিল সকেট বোমা ভর্তি ব্যাগ। আজ সকালে স্থানীয়রা দেখতে পান। বড়ঞার নিমা গ্রামে মাঠের মধ্যে রাখা ছিল বালতি ভর্তি তাজা বোমা। এর কিছুক্ষণের মধ্যেই বড়ঞারই সুন্দরপুর অঞ্চলের হাতিশালা গ্রামে পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধার করে পুলিশ। মালদার কালিয়াচক থেকেই বোমা উদ্ধার হয়েছে। আজ সকালে টুঠিয়া সেতুর নীচে দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। এভাবে যত্রতত্র বোমা পড়ে থাকায় আতঙ্কিত সাধারণ মানুষ।
  গত রাতেই ভাঙড়ে বোমা উদ্ধার হয়েছিল। কাশীপুরের কাঁঠালিয়ায় মাঠের মধ্যে থেকে উদ্ধার হয় তাজা বোমা। মাঠে পড়ে ব্যাগ ও ড্রাম ভর্তি বোমা। ভোট গণনার দিন দুষ্কৃতীরা বোমা রেখে গিয়েছিল বলে দাবি স্থানীয়দের। ভোটপর্ব মেটার পর, একদিনে মুর্শিদাবাদের রেজিনগরের ৪টি গ্রাম থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয়। গত কয়েকদিনে একডালা মধুপুর, নাজিরপুর পূর্ব পাড়া, অমরপুর ও ছেতিয়ানি ঘোষপাড়া, এই চারটি গ্রামে অভিযান চালিয়ে প্রচুর বোমা উদ্ধার করে রেজিনগর থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। গ্রামে সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে।


আরও পড়ুন:বালুরঘাটে গণনা কেন্দ্র থেকে হার্ড ডিস্ক সহ সিসি ক্যামেরা উধাও !