কৌশিক গাঁতাইত, অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিক, আসানসোল: আসানসোলে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কম্বল বিলি অনুষ্ঠানে পদপিষ্ট। হয়ে ৩ জনের মৃত্যুর মামলায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) বাড়িতে গেল পুলিশ। দরজা তালাবন্ধ থাকায় একঘণ্টা অপেক্ষা করে ফিরল পুলিশ। জিতেন্দ্রর (Jitendra Tiwari) স্ত্রী চৈতালি তিওয়ারি (Jitendra Tiwari) আসানসোল (Asansol) পুরসভার বিরোধী দলনেত্রী। তাঁর ওয়ার্ডেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় বিজেপি (BJP) নেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুুলিশ। জিতেন্দ্র তিওয়ারির বাড়ি তালাবন্ধ থাকায় পুলিশ বাইরে অপেক্ষা করছে। রাজনৈতিকভাবে এঁটে উঠতে না পেরে, তৃণমূল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, প্রতিক্রিয়া বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির।
তালাবন্ধ দরজা। আসানসোলে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু-মামলায় জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে বাড়িতে গিয়েও ফিরে আসতে হল পুলিশকে। নোটিসের বিষয়ে কিছু জানেন না, দাবি জিতেন্দ্রর (Jitendra Tiwari)। তাঁর অভিযোগ, ষড়যন্ত্র করছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
২৪ ঘণ্টা আগেই দেওয়া হয়েছিল নোটিস। পুলিশ সূত্রে খবর, শুুভেন্দু অধিকারীর কম্বল বিলি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর মামলায় অনুষ্ঠান সংক্রান্ত নথি নিয়ে বাড়িতে থাকতে বলা হয়েছিল, চৈতালি তিওয়ারিকে। সেই মতো, মঙ্গলবার সকালে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে যায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ২ পুলিশ কর্তা। সঙ্গে ছিলেন আসানসোল উত্তর ও আসানসোল মহিলা থানার ৭ পুলিশকর্মী। কিন্তু বাড়ি তালাবন্ধ থাকায় এক ঘণ্টা অপেক্ষা করার পর ফিরে যান তাঁরা। চৈতালি আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী, আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী। তাঁর ওয়ার্ডেই শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্য়ুর ঘটে। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন চৈতালি। সেই ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে চেয়েই সোমবার চৈতালিকে নোটিস পাঠায় পুলিশ। যদিও জিতেন্দ্রর দাবি, নোটিসের বিষয়ে কিছু জানেন না। তাঁর অভিযোগ, রাজনৈতিকভাবে এঁটে উঠতে না পেরে, ষড়যন্ত্র করছে তৃণমূল। জবাব দিয়েছে তৃণমূল। ঘটনার পর বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, তাঁর স্ত্রী চৈতালি-সহ (Chaitali Tiwari) মোট দশজনের বিরুদ্ধে FIR করে পুলিশ। এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ।