কলকাতা: রাত বাড়ার সঙ্গে সঙ্গে টের পাওয়া যাচ্ছিল উত্তাপ। মধ্যরাতে কার্যতই কুরুক্ষেত্রের চেহারা নিল সল্টলেকের করুণাময়ী (TET Recruitment Protest)। টেনে ধরে সেখান থেকে তুলে দেওয়া হল আন্দোলনকারীদের (TET Protest)। বেশ কয়েক জনকে আটক করে তোলা হল প্রিজন ভ্যানে। শুধু তাই নয়, আন্দোলনস্থল খালি করে পরিষ্কার করানো হল গোটা রাস্তাও (Kolkata News)।
আন্দোলন তুলে রাস্তা পরিষ্কার করা হল সল্টলেকে
আন্দোলন চলাকালীন খবরের কাগজ-সহ টুকটাক যা ছিল আন্দোলনকারীদের কাছে, ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল রাস্তায়। আন্দোলনকারীদের হটানোর পর সব সাফ করতে তৎপর হয় পুলিশ। সেই মতো ঝাঁটা নিয়ে এগিয়ে আসতে দেখা যায় কয়েক জনকে। আন্দোলনস্থলে পড়ে থাকা কাগজপত্র, টুকরো-টাকরা জিনিস, ঝাঁট দিয়ে রাস্তার একপাশে জড়ো করেন তাঁরা।
আনন্দলোক হাসপাতাল এবং এপিসি ভবনের সামনে করুণাময়ী-সেক্টর ফাইভ সংযোগকারী মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছিলেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার রাতে সেখানে পুলিশি সক্রিয়তা বাড়তে শুরু করে। মাইকিং করে জানানো হয়, ওই জায়গায় ১৪৪ ধারা জারি করা রয়েছে। সেখানে পাঁচ বা তার বেশি সংখ্যাক মানুষের জমায়েত আইনত নিষিদ্ধ। কলকাতা হাইকোর্ট তার নির্দেশেই ওই জায়গায় ১৪৪ ধারা আইনানুগভাবে বলবৎ করা হয়েছে বলে জানানো হয়।
আন্দোলনকারীদে সরতে দুই মিনিট সময় দেয় পুলিশ। এর পরই শুরু হয় টেনে তুলে দেওয়ার কাজ। তাতে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। বেশ কয়েক জন চোট পান বলেও অভিযোগ। আন্দোলনকারীদের তিনটি প্রিজন ভ্য়ানে তোলা হয়। অসুস্থ এক আন্দোলনকারীকে তোলা হয় অ্য়াম্বুল্যান্সে। প্রিজন ভ্য়ান থেকে এক আন্দোলনকারী বলেন, "এই সরকারকে আর একটিও ভোট নয়।"
১৪৪ ধারার কথা বলে তোলা হল আন্দোলন
এ নিয়ে প্রশ্ন করলে পুলিশের এক আধিকারিক বলেন, "বেআইনি জমায়েত ছিল। আটক করা হয়েছে।" কেন আন্দোলন তোলা হল, কার নির্দেশে তোলা হল, তা নিয়ে মন্তব্য করতে চাননি ওই আধিকারিক। ডিসিপি যা জানানোর জানাবেন বলে জানান। তবে জানা যায়, আন্দোলনকারীদের আটক করা হয়েছে। বিধাননগর থানায় নিয়ে যাওয়া হচ্ছে। কয়েক জনকে নিউটাউন থানাতেও নিয়ে যাওয়া হয় বলে খবর। এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে, তাই সকলকে তুলে দেওয়া হয়েছে বলে জানান ওই পুলিশ আধিকারিক। এর পরই এলাকা খালি হলে ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয় রাস্তা।