কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) গ্রুপ সি (Group C) ও ডি (Group D) চাকরিপ্রার্থীদের আন্দোলন অব্যাহত। এবার কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকেই আন্দোলন মঞ্চে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিলেন আন্দোলনকারীরা। রাজনীতিকরা নিজেদের স্বার্থে তাঁদের আন্দোলন মঞ্চকে ব্যবহার করে আর ফিরেও তাকাচ্ছেন না বলে অভিযোগ আন্দোলনকারীরা। তাঁদের সমর্থন জানিয়েছেন ২০১৪ -র টেট চাকরিপ্রার্থী আন্দোলনকারীরাও। 


চাকরিপ্রার্থীদের আন্দোলন অব্যাহত: উৎসব-পার্বণ, শীত-বৃষ্টিতে রাস্তায় দেড়শটা দিন। চাকরির দাবিতে সেই পথের ধূলোতেই বসে আছেন চাকরিপ্রার্থীরা।আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিতে বিভিন্ন সংগঠন ও বিরোধী দলের নেতারা ধর্নামঞ্চে গেছেন। সরকারের তরফে আশ্বাস দিয়েছেন শাসকদলের নেতারাও। কিন্তু, রাজনীতিবিদদের শুকনো আশ্বাস, প্রতিশ্রুতি আর তাঁদের চাই না, এবার তা সাফ জানালেন এসএসসি গ্রুপ সি-গ্রুপ ডির আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। জানালেন মঞ্চে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রবেশ নিষেধ।


আন্দোলনকারী চাকরিপ্রার্থী বিশ্বজিৎ পণ্ডিত বলেন, “প্রথমত এই রাজনৈতিক ব্যক্তিত্বরা তাঁদের রাজনৈতিক ফায়দা নেওয়ার সুবিধার্থে সবসময় তাঁরা কথাবার্তা বলে আসছে অযোগ্যদের নিয়ে। কিন্তু যোগ্যদের কীভাবে নিয়োগ করা হবে? বা আমরা যে বঞ্চিত, আমরা যে আজ পথে-রাস্তায় বসে আছি। যোগ্যদের নিয়ে কেউ সেভাবে কিছু বলছে না। অযোগ্যদের কী হবে? কীভাবে বাদ দেওয়া হবে? অযোগ্য কত আছে? এভাবেই চলছে। আমরা মঞ্চের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি, যে আমাদের মঞ্চে রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রবেশ নিষেধ।’’

১৫০ দিনে যখন এই বার্তা দিচ্ছেন এসএসসি গ্রুপ সি-গ্রুপ ডির আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। তখন, তাঁদের বক্তব্যকে সমর্থন করেছেন পাশেই আন্দোলন চালিয়ে যাওয়া ২০১৪-র টেট পাস করা নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীরাও। আন্দোলনকারী চাকরিপ্রার্থী বলেন, “আমরা সহমত। বেকারত্বের জ্বালায় ভুগছি। দিদি প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয়নি। এবার চাই কোনও রাজনৈতিক দলের নেতাদের প্রবেশ নয়, আমরা অরাজনৈতিক, এবার প্রতিশ্রুতি পালনের চেষ্টা করুন।’’ এর আগে, বিরোধী নেতাদের আন্দোলন মঞ্চে যাওয়ার প্রেক্ষাপটেই শাসকদলের নেতাদের একাংশ এই আন্দোলনের নেপথ্যে বিরোধীদের ইন্ধনের অভিযোগ তুলছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, “এই যদি কারও লক্ষ্য হয়ে থাকে, তাহলে আমি চাকরিপ্রার্থীদের বলব, যে এই বছরে আপনাদের নিজেদেরকে সংকল্প নিতে হবে, যে আপনারা সত্যের সঙ্গে থাকুন। সরকার চায় আপনাদের চাকরি হোক।’’


আরও পড়ুন: Whooping Cough: ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ নিয়ে হাসপাতালে একাধিক, ফিরছে হুপিং কাশি? উদ্বিগ্ন চিকিৎসকরা