তুহিন অধিকারী, বিষ্ণুপুর: গ্রাহকদের টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠল পোস্ট মাস্টারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া (Bankura) জেলার বিষ্ণুপুর (Bishnupur) থানার মড়ার গ্রামে। বিষয়টির জেরে উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার মড়ার গ্রামে রয়েছে একটি শাখা ডাকঘর। দীর্ঘদিন ধরে এলাকার অধিকাংশ দরিদ্র মানুষ ওই ডাকঘরে অ্যাকাউন্ট খুলে টাকা রেখেছিলেন। কেউ ৫০ হাজার কেউ ১ লাখ আবার কেউ ৩ লাখ টাকা ওই পোস্ট অফিসে খোলা তাঁদের অ্যাকাউন্ট রেখেছিলেন বলে দাবি গ্রাহকদের।
কিন্তু, হঠাৎ বেশ কিছু গ্রাহক টাকা তুলতে গিয়ে জানতে পারেন যে তাদের পাসবুকের যে টাকার অঙ্ক জমা দিয়েছেন, আদতে সেই অ্যাকাউন্টে সেই টাকা নেই। এই খবর ছড়িয়ে পড়তেই মড়া গ্রামের প্রচুর গ্রাহক এসে উপস্থিত হন ওই শাখা ডাকঘরে। তারপর ঘণ্টার পর ঘণ্টা ডাকঘরের সামনে বসে গ্রাহকরা অপেক্ষা করলেও ওই পোস্ট অফিসের দরজার চাবি খোলা হয়নি।
গ্রাহকদের অভিযোগ, মড়ার শাখা ডাকঘরের পোস্ট মাস্টার এই দুর্নীতি করেছেন। তাঁরা টাকা জমা দিলেও পোস্ট মাস্টার তাঁদের অ্যাকাউন্টে ওই টাকা জমা করেননি। এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের না হলেও মুখ্য ডাকঘরের পক্ষ থেকে এই বিষয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেননি মড়ার গ্রামের ওই শাখা ডাকঘরের পোস্ট মাস্টার।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামগুলির পোস্ট অফিসগুলিতে মাঝে মধ্যেই গ্রাহকদের টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ ওঠে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালেও একই অভিযোগ উঠেছিল পুরুলিয়ার ঝালদায়। সেখানকার ছোট্ট গ্রামীণ ডাকঘরে আমানত জমার নামে প্রতারণা করে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল সেখানকার পোস্ট মাস্টারের বিরুদ্ধে। টাকা ফেরতের দাবিতে শুরু হয়েছিল বিক্ষোভ। পরিস্থিতি বুঝে উধাও হয়ে গিয়েছিলেন অভিযুক্ত পোস্ট মাস্টার। তারপরই পরিবারের তরফে মিসিং ডায়েরি দায়ের করা হয়েছিল পুরুলিয়ার জিআরপি থানায়। অন্যদিকে অভিযুক্ত পোস্ট মাস্টারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন ঝালদা পোস্ট অফিসের ইন্সপেক্টর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: RG Kar Viral Audio Clip: 'সঞ্জীব স্বীকার করেছেন, দ্বিতীয় কণ্ঠটি কলতানেরই, প্রযুক্তি পরীক্ষায় নেই সংশয়', দাবি পুলিশের