তুহিন অধিকারী, বাঁকুড়া: বাঁকুড়ার কোতুলপুরে মাটির বাড়ি ধসে মৃত এক, আহত ৬। কোতুলপুর থানার কোনারপুর গ্রামে বৃষ্টিতে ভেঙে পড়ে মাটির বাড়ি। ঘরের ভিতরে পরিবারের লোকজনদের সঙ্গে ঘুমোচ্ছিলেন ৬৫ বছরের রুবি সিং। বাড়ি ধসে পড়ায় দেওয়ালের নিচে চাপা পড়ে যান তিনি। আহতদের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক।
বাঁকুড়ার কোতুলপুরে মাটির বাড়ি ধসে মৃত্যু হয়েছে এক জনের। মৃতের নাম রবি সিং। ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। কোতুলপুর থানার কোনারপুর গ্রামে গতকাল রাতে বৃষ্টির মাঝে মাটির দোতলা একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়লে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার কোতুলপুর থানার কোনারপুর গ্রামে নিজের মাটির বাড়িতে অন্যান্য দিনের মতোই পরিবারের অন্যান্যদের নিয়ে ঘুমোচ্ছিলেন বছর ৬৫ বয়সী রবি সিং।
গভীর রাতে বৃষ্টির মধ্যে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। ভেঙে পড়া মাটির দেওয়ালের নিচে চাপা পড়ে যান রবি সিং সহ পরিবারের অপর ৬ জন। ধ্বংসস্তুপ সরিয়ে তড়িঘড়ি গ্রামবাসীরা ৭ জনকেই উদ্ধার করে গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রবি সিং কে মৃত বলে ঘোষণা করেন। আহত ৬ জনকেই প্রাথমিকভাবে গোগড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৩ জন আহতর অবস্থার অবনতি হলে তাঁদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
অপরদিকে, প্রবল বৃষ্টিতে ধস নামল দুর্গাপুর ফরিদপুর থানার সামনের গুরুত্বপূর্ণ রাস্তায়। শুরু হল যান চলাচল নিয়ন্ত্রণ। ব্যাপক আতঙ্ক এলাকায়। ঘটনাস্থলে দুর্গাপুর ফরিদপুর থানা এবং ইসিএলর আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আশপাশে একাধিক কোলিয়ারি রয়েছে। ভারী বৃষ্টির জেরে ভূগর্ভের মাটি নরম হয়ে এই বিপত্তি। ইসিএল র আধিকারিক বলেন,'এর নিচে কয়লা উত্তোলন হয়নি। কী কারণে এই ধস আমরা বুঝতে পারছি না। তবুও ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।'
আরও পড়ুন, স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী
আবহাওয়া দফতর সূত্রে খবর,শরতের আকাশে দুর্যোগের ঘনঘটা। কলকাতা থেকে ১০০ কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ। দক্ষিণবঙ্গে পুজোর মুখে নিম্নচাপের ভ্রুকুটি। আজ ও কাল দক্ষিণবঙ্গজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান-সহ ১৫টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।