শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : আলুর ন্যায্য মূল্যের দাবিতে আন্দোলনে কৃষকরা। আলুর ন্যায্য মূল্য এবং পাশাপাশি সারের কালোবাজারি রুখতে এদিন বিক্ষোভ মিছিল করে জেলা শাসকের দফতরে আসেন কৃষকরা। তাঁদের দাবি, সরকারকে অবিলম্বে ন্যায্য মূল্যে তাঁদের থেকে আলু কিনতে হবে। পাশাপাশি সারের মূল্য কমাতে হবে। বুধবার রাশ মেলা মাঠ থেকে জমায়েত করে বিক্ষোভ মিছিল করে জেলা শাসকের দফতরে ডেপুটেশন দেন তারা। আগামী দিনে এ সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা।


 লাগাতার আলুর দামবৃদ্ধির মধ্য়েই  কড়া বার্তা দেয় নবান্ন। সূত্রের খবর, বৈঠকে মুখ্যসচিব বলেন, হিমঘরে বেশিদিন আলু মজুত করে রাখা যাবে না। দরকারে হিমঘরে অভিযান করতে হবে। এদিকে নবান্নের কড়া বার্তার পরপরই দুপুরে বৈঠকের পর কর্মবিরতি তুলে নেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। হিমঘরে বেশিদিন আলু মজুত করে রাখা যাবে না। দরকারে হিমঘরে অভিযান করতে হবে। লাগাতার আলুর দামবৃদ্ধির মধ্য়েই বুধবার কড়া বার্তা দিয়েছে নবান্ন। আর এর পরপরই কর্মবিরতি তুলে নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।


সূত্রের খবর, বুধবার, কৃষি দফতরের সচিব, জেলাশাসক ও পুলিশকর্তাদের বৈঠকে মুখ্যসচিব বলেন,হিমঘরে ২০ শতাংশ আলু রাজ্য সরকারের মালিকানাধীন। সেই শতাংশ আলু বাজারে এনে আলুর জোগান বাড়াতে হবে। এরপরও প্রয়োজন হলে, রাজ্য সরকার ২৬ টাকা কিলোদরে আলু কিনে সুফল বাংলা ও সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বিক্রি করবে। সূত্রের খবর, নবান্ন মনে করছে, বাজারে জোগান বাড়লে দাম কমবে আলুর। বাজারে জোগান বাড়াতে ভিনরাজ্যে আলু পাঠানো বন্ধ করেছে রাজ্য সরকার। প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সেই জট কাটাতে হুগলির হরিপালে বৈঠক হয়। বৈঠকে ছিলেন, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক-সহ অন্য়ান্যরা। 


আরও পড়ুন, জলাশয়ের উপরে বানিয়েছিলেন ঘর ! নেননি অনুমতি, বনগাঁর বাসিন্দার কাণ্ডে কী করলেন চেয়ারম্যান ?


সবজি, মুরগির পর এবার আলু নিয়ে তৈরি হয়েছে সঙ্কট। বেশ কিছুদিন ধরেই ঊর্ধ্বমুখী আলুর দাম। এই পরিস্থিতিতে বাজারে জোগান বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে ভিনরাজ্যে আলু পাঠানো বন্ধ করেছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন সীমানায় আলু বোঝাই গাড়ি আটকে দিচ্ছে পুলিশ। এর প্রতিবাদে   থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। প্রায় ৮০ হাজার আলু ব্যবসায়ী কর্মবিরতিতে সামিল হচ্ছেন বলে সংগঠনের দাবি। হিমঘর থেকে বাজারে আলু সরবরাহ আজ থেকেই বন্ধ হচ্ছে। এর ফলে আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।