অনির্বাণ বিশ্বাস, কলকাতা: পুজোর আগে শহরের রাস্তার হাল ফেরাতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুরসভা। কলকাতায় ঘুরবে পটহোলস্ রিপেয়ারিং মোবাইল ভ্যান। কোনও এলাকা থেকে খারাপ রাস্তার খবর পেলেই, কিছুক্ষণের মধ্যেই তা সারিয়ে দেওয়া হবে।
বড় বড় গর্ত, সেখানে বৃষ্টির জল জমে মরণফাঁদ, কলকাতার রাস্তায় পরিচিত ছবি। শহরের অনেক পথই এখন বেহাল। পুজোর আগে সেই সব রাস্তার হাল ফেরাতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা সূত্রে খবর, সোমবার থেকে রাস্তার গর্ত মেরামতের জন্য শহরে ঘুরবে পটহোলস্ রিপেয়ারিং মোবাইল ভ্যান। যেখান থেকে খারাপ রাস্তার খবর আসবে, কিছুক্ষণের মধ্যে ওই ভ্যান নিয়ে সেখানে গর্ত বুজিয়ে দেবেন পুরকর্মীরা।
‘Show To Mayor’ নামে কলকাতা পুরসভার যে হোয়াটসঅ্যাপ চ্যাটবট রয়েছে, তার মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। শহরবাসী তাঁর এলাকার খানাখন্দে ভরা রাস্তার ছবি তুলে পাঠাতে পারবেন কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ চ্যাটবটে। সেই হোয়াটসঅ্যাপ নম্বর হল --- ৮৩৩৫৯৯৯১১১ । খারাপ রাস্তার খবর পেতেই কিছুক্ষণের মধ্যে এলাকায় হাজির হবে পটহোলস্ রিপেয়ারিং মোবাইল ভ্যান।
আরও পড়ুন, পরিবেশের চরম ক্ষতি, ৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে বাংলাকে
কলকাতা পুরসভা সূত্রে খবর, পটহোলস্ রিপেয়ারিং মোবাইল ভ্যানে থাকবে ইট, ঝামা মেটাল, বালি, ১০ থেকে ১৫ ব্যাগ কোল্ড পিচ এবং রাবিশ। এছাড়াও রাস্তা মেরামতির সরঞ্জাম নিয়ে ২ জন করে শ্রমিক থাকবেন মোবাইল ভ্যানে। একটি গাড়ি উত্তর কলকাতায়, এবং আরেকটি গাড়ি দক্ষিণ কলকাতায় ঘুরবে।
হোয়াটস্অ্যাপ চ্যাটবটের পাশাপাশি, কলকাতা পুরসভার কন্ট্রোলরুম, ০৩৩-২২৮৬১০০০, এই নম্বরে ফোন করেও শহরবাসী তাঁর এলাকায় রাস্তার গর্ত সম্পর্কিত তথ্য জানাতে পারবেন। কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরে ৪৩৪টি রাস্তা মেরামত করা হচ্ছে। ২০ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, পুজোর আর মাস দেড়েক বাকি। তার আগে কলকাতা পুরসভার হাতে শহরের খারাপ রাস্তার তালিকা তুলে দিয়েছিল কলকাতা পুলিশ। পুজোর আগে দ্রুত সারানোর অনুরোধ। ছোটখাটো মেরামতির কাজ শুরু হয়েছে, পুজোর পরে স্থায়ী সংস্কার। আশ্বাসও দিয়েছিল পুরসভা। সেই মতোই কাজ। এই তালিকায় রয়েছে, স্ট্র্যান্ড রোড, ব্রেবোর্ন রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এমজি রোড, কলেজ স্ট্রিট, বিধান সরণি, রবীন্দ্র সরণি, ইএম বাইপাস, সাদার্ন অ্যাভিনিউ, রাসবিহারী অ্যাভিনিউ, হাজরা রোড, হরিশ মুখার্জি রোড, চেতলা রোড, হাইড রোড, তারাতলা রোড, জেমস লং সরণির একাংশ ও শিয়ালদা উড়ালপুল, ঢাকুরিয়া সেতু, দুর্গাপুর সেতু-সহ একাধিক গুরুত্বপূর্ণ সেতু ও রাস্তা।