সমীরণ পাল, শিবাশিস মৌলিক , জয়ন্ত রায়, হাওড়া : তৃণমূল সরকারের সেরা ক্রীড়ামন্ত্রী মদন মিত্র! মন্ত্রিসভায় তাঁর জায়গা না পাওয়াটাই অবাক করার মতো বিষয়! হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। ব্যক্তিগত অভিমত বলে আখ্যা দিয়েছে তাঁর। কিন্তু, বিরোধীরা তো ছেড়ে কথা বলছে না এমন এক ইস্যু পেয়ে !
মদনের পাশে প্রসূন
বিজেপি থেকে আসা বাবুল সুপ্রিয়-সহ ৮ জন নতুন মন্ত্রিসভায় জায়গা পেলেও, ঠাঁই পাননি কামারহাটির তৃণমূল বিধায়ক।
তা নিয়ে হাওড়ার বালিতে একটি অনুষ্ঠানে প্রশ্ন তোলেন তৃণমূলেরই সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। যা সমাজমাধ্যমে ভাইরাল হতেই বেধেছে বিতর্ক। এখানেই থেমে থাকেননি প্রসূন।
'মদন মিত্রকে ছেড়ে দিলে হবে না'
তৃণমূল সাংসদ বলেন, 'মদন মিত্রকে ছেড়ে দিলে হবে না।...একটা দিন এমন গেছে আমরা দেখেছি, গঙ্গাজলে দিদি ভেসে যাচ্ছে, মদন মিত্র এভাবে হাতে করে তুলে নিয়ে কাঁধে করে বাঁচাচ্ছেন, সে দিনটাও মনে আছে আমার।...আর কেউ রাগ করবেন না, আমার যায় আসে না রাগ করলে'
প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মদন-স্তুতি আসলে তৃণমূলের অন্দরের অস্থিরতার বহিঃপ্রকাশ বলেই মনে করছে বিরোধীরা। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ' মন্ত্রিসভা কীভাবে সাজাবেন, মন্ত্রিসভা কীভাবে গতিশীল করবেন, সেটা মুখ্যমন্ত্রীর বিষয়। আমার মনে হয় এই ধরনের বক্তব্য প্রকাশ্যে এড়িয়ে যাওয়াই ভাল। কারও ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, আর সরকার চালানোর ক্ষেত্রে যিনি মুখ্যমন্ত্রী, তাঁর বিন্যাসের যে সেই সময়টায় তিনি কী ভাবছেন, আমার মনে হয়, এটা উনি কী ভাবছেন, আমি কী ভাবছি, তা আলোচ্য বিষয় হতে পারে না। '
সবমিলিয়ে তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে একদিকে, তরজা চলছে। সঙ্গে অব্যাহত বিতর্কও।