প্রাক-বর্ষার বৃষ্টি মহানগরে...
আকাশে ঘন কালো মেঘ (Dark Cloud)। আষাঢ়ের শুরুতে শহরজুড়ে প্রবল বৃষ্টি (Rain)। আলিপুর (Alipore Weather Department) আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ প্রাক্ বর্ষার বৃষ্টি হবে। ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। ভোর থেকেই মহানগরে আকাশে মুখভার করছিল। একটু সময় গড়াতেই কুচকুচে কালো করে আসে আকাশ। ঝেঁপে আসে বৃষ্টি। এর মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার আগমন বার্তা শুনতে পাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে পূর্বাভাস, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এটাই প্রাক্ বর্ষার বৃষ্টি। ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। প্রবল গরমে এই বৃষ্টিভেজা দিনের অপেক্ষাতেই ছিল দক্ষিণবঙ্গ। তবে পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় আজও ভোগাবে আবহাওয়া। বিশেষত, ছয় জেলায় আজও তাপপ্রবাহ চলবে। নির্দিষ্ট করে বললে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,  বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে।


সন্ত্রাস-অভিযোগে পিস রুম :  
এবার সরাসরি রাজভবনেই জানানো যাবে সন্ত্রাসের অভিযোগ। পাবলিক পিস রুম খুললেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, অভিযোগ পাঠানো হচ্ছে মুখ্য় সচিব ও কমিশনের কাছে। রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন, আক্রমণে তৃণমূল। এই সরকার কারোর নির্দেশ মানে না কোর্টকেও মানে না, কটাক্ষ বিজেপির।

বাঁকুড়ায় দলবদল...
পঞ্চায়েত ভোটের মুখে জেলায় জেলায় দলবদল হয়েই চলেছে। বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে তৃণমূলের ভাঙন অব্যাহত। নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের চৈতন্যপুর গ্রামে ঘাসফুল শিবিরের শতাধিক কর্মী গতকাল নাম লেখালেন পদ্ম শিবিরে। তৃণমূলের প্রার্থী নির্বাচন ও দুর্নীতি নিয়ে সরব হয়েছেন দলত্যাগীরা। বিজেপির কটাক্ষ, এভাবেই তৃণমূল দলটা নিশ্চিহ্ন হয়ে যাবে। দলবদলকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল। 


উত্তরবঙ্গে প্রবল বর্ষা...
উত্তরবঙ্গে এখন প্রবল বর্ষা। আগামী ৭২ ঘণ্টায় উত্তরবঙ্গের ওপরের দিকের জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আরও পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। সোম, মঙ্গল ও বুধবার ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অংশে। দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।


খুনের মামলা আরাবুল-সহ ২০ জনের বিরুদ্ধে...
ভাঙড়ে আইএসএফ কর্মী খুনে তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করল পুুলিশ। আরাবুল ও তাঁর পুত্র হাকিমুল-সহ মোট ২০ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে পুলিশ। আইএসএফ কর্মী মহিউদ্দিনের বাবার অভিযোগের ভিত্তিতে রুজু মামলা।


আরও পড়ুন:কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?