সঞ্চয়ন মিত্র, কলকাতা: কলকাতার পাইকারি বাজারে মুরগির দামে সর্বকালীন রেকর্ড (Price Hike)। খুচরো বাজারেও ২৭০ থেকে ২৯০ টাকা কেজির মধ্যে ঘোরাফেরা করছে মুরগির মাংসের দর (Chicken Price)। চড়া দাম আলু বা টমেটোরও। দামের ধাক্কায় মাথায় হাত মধ্যবিত্তের। কারণ শুধপু মুরগির মাংস নয়, আলু, টমেটো,


মূল্যবৃদ্ধির জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ


দেশে জ্বালানির দাম ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছাড়িয়েছে হাজারের গণ্ডি। শাক-সবজির দামও চড়া। সেই আবহেই পাইকারি বাজারে মুরগির দামেও সর্বকালীন রেকর্ড। তাতেই প্রশ্ন উঠছে, কোথায় যাবেন সাধারণ মানুষ!


গত কয়েক দিন ধরেই মুরগির মাংসের দাম বাড়ছিল।  শুক্রবার নিউ মার্কেটের পাইকারি বাজারে গোটা মুরগির কেজি প্রতি দাম ছিল ১৬৭ টাকা, যা সর্বকালীন রেকর্ড। পাইকারি বাজারের দামের প্রভাব পড়েছে খুচরো বাজারেও।  গড়িয়াহাট বাজারে কাটা মুরগির কেজি ছিল ২৮০ টাকা। শহরের অন্য বাজারগুলিতে ২৭০ থেকে ২৯০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে প্রতি কেজি মুরগির দাম। 


আরও পড়ুন: SSC: "পরীক্ষায় পাশ না করেই চাকরি", এসএসসি নিয়োগ দুর্নীতিতে সামনে এল চাঞ্চল্যকর তথ্য ।Bangla News


তাতেই মাথায় হাত সাধারণ মানুষের। এক ক্রেতাকে বলতে শোনা যায়, "দম এত বেড়ে যাবে ভাবতে পারিনি।" অন্য দিকে, বিক্রেতাদের দাবি, গরমে মুরগির উত্‍পাদন কম বলেই দাম বাড়ছে। 


কিন্তু শুধু তো মুরগি তো নয়, দাম বাড়ছে সবজিরও। আলুর দাম বেশ চড়া। গড়িয়াহাট বাজারে জ্যোতি আলুর কেজি ৩০ টাকা। চন্দ্রমুখী আলু ৪০ থেকে ৪৫ টাকা কেজি। কোল্ড স্টোরেজ খুলতে শুরু করলে দাম কমবে বলে আশাবাদী তাঁরা।


মাংস থেকে শাক-সবজি, বাদ যাচ্ছে না কিছুই


পাশাপাশি, টমেটোর দামও বেড়েছে । কলকাতার বিভিন্ন বাজারে টমেটোর দাম ৭০ থেকে ৮০ টাকা কেজির মধ্যে ঘোরাফেরা করছে। বিক্রেতাদের দাবি, বাংলায় টমেটোর ফলনের মরশুম শেষ। এখন ব্যাঙ্গালোর থেকে আসছে টমেটো। পরিবহণ খরচের জন্য তার দামেও ছেঁকা লাগছে ক্রেতাদের। এই পরিস্থিতিতে ক্রেতাদের একটাই প্রশ্ন, দাম কমবে কবে? কবে একটু স্বস্তি দেবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম?