কলকাতা: এখন নয়, ছবি শুরু হওয়ার আগেই মানত করেছিলেন পরিচালক। ছবির কাজ করতে গিয়ে যখন বিনোদিনীর জীবনকে কাছ থেকে জানতে পেরেছিলেন, বুঝেছিলেন কেন 'স্টার' থিয়েটারের নাম হওয়া উচিত বিনোদিনী থিয়েটার। সেই অপেক্ষার অবসান হয়েছে। স্টার থিয়েটার এখন বিনোদিনী থিয়েটার। সদ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছেন, স্টার থিয়েটারের নাম হবে বিনোদিনী থিয়েটার। স্বপ্ন সত্যি হয়েছে রামকমল মুখোপাধ্যায়ের। আর তাই, আজ দক্ষিণেশ্বর মন্দিরে প্রদীপ জ্বালিয়ে পুজো দেবেন তিনি। প্রদীপের সংখ্যায় রয়েছে বিশেষত্ব। রামকমল মানত করেছিলেন, স্টার থিয়েটারের নাম বদল হতে যত বছর সময় লাগবে, অপেক্ষা করতে হবে যত বছর, ঠিক ততগুলোই প্রদীপ জ্বালাবেন তিনি। আর সেই হিসেব থেমে গিয়েছে ১৪০ -এ। রামকমল ১৪০ প্রদীপ জ্বালাবেন আজ দক্ষিণেশ্বরে। সঙ্গে থাকবেন পর্দার 'নটি বিনোদিনী' রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। 


সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন রুক্মিণী নিজেই। সেখানে তিনি জানিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে তাঁর পুজো দেওয়ার কথা। আনন্দে উচ্ছ্বসিত রুক্মিণী। শুধুমাত্র স্বপ্নপূরণ হয়েছে বলে নয়, আজ তিনি কালী মায়ের সঙ্গে দেখা করবেন বলে। শ্রীরামকৃষ্ণের আশীর্বাদধন্যা ছিলেন বিনোদিনী। সেই কারণেই দক্ষিণেশ্বর মন্দিরকে বেছেছিলেন তাঁরা। স্বপ্নপূরণ হতে উচ্ছ্বসিত রামকমলও। জানিয়েছিলেন শ্যুটিংয়ের সময়েই রুক্মিণীর সঙ্গে তাঁর কথা হত বিনোদিনীকে নিয়ে। সেই সময়েই তিনি রুক্মিণীকে বলেছিলেন তাঁর এই মানতের কথা। স্বপ্নপূরণ হতে রুক্মিণীই নাকি তাঁকে মনে করিয়ে দিয়েছেন এই কথা। সেই কথা মতো আজ মন্দিরে পুজো দিতে যাবেন তাঁরা। 


স্টার থিয়েটারের নাম বদলে রুক্মিণী থিয়েটার হওয়ার পরে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি লম্বা লেখা লিখেছিলেন রুক্মিণী। তিনি লিখেছিলেন, ''এই সিদ্ধান্তের জন্য অনেক ধন্যবাদ দিদি। একজন নারীকে তাঁর যোগ্য সম্মানটুকু দেওয়া আর তার ১৪০ বছরের লড়াই আজ সার্থক বলে মনে হচ্ছে। আমার ধন্যবাদ জানানোর ভাষা নেই। এটা একেবারে একটা উদাহরণ যে একটা মেয়েই অন্য আরেকটা মেয়েকে তুলে ধরতে পারে। আমরা, গোটা বিনোদিনীর টিম এই বদলের জন্য আপনার কাছে নতশীর, আপনাকে অনেক ধন্যবাদ। স্টার থিয়েটার এবার থেকে বিনোদিনী থিয়েটার হল।'


 






আরও পড়ুন: Malaika Arora Diet: থালায় নয়, বাটিতে খান, খিদে নিয়ে খাবার টেবিল ছেড়ে উঠুন.. টিপস দিচ্ছেন মালাইকা