কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার তাপস মণ্ডলের জামিন। ইডির মামলায় মানিক ভট্টাচার্যের জামিনের পর সিবিআইয়ের মামলায় জামিন পেলেন তাপস মণ্ডল। তাপস মণ্ডলের সঙ্গে জামিন পেলেন এস বসু রায় কোম্পানির আধিকারিক কৌশিক মাঝিও। 


তাপস মণ্ডলের জামিন: প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। গ্রেফতারির দেড় বছরের বেশি সময় পর জামিন পেলেন তিনি। এদিন আদালতে তাপস মণ্ডলের আইনজীবী সওয়াল করেন, '৫৯৫ দিন জেলে, এখনও বিচারপ্রক্রিয়া শুরু হয়নি।' অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জেরার অনুমতি পেল সিবিআই। 


গত বছর ১৯ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে। উপেন বিশ্বাস বর্ণিত বাগদার 'সৎ রঞ্জন' ওরফে চন্দন মণ্ডলকে গ্রেফতারের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। CBI-এর তরফে গ্রেফতারি প্রসঙ্গে দাবি করা হয়, তদন্তে সহযোগিতা করলেও, নিজের বিষয়ে তথ্য লুকোচ্ছিলেন তাপস মণ্ডল। নিজের উপর থেকে দায় ঝাড়ার চেষ্টা করছিলেন। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, তাপস মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও লেনদেন সংক্রান্ত নথি দেখে বোঝা গেছে মিথ্য়ে বলছেন তিনি। নথি এবং পারিপার্শ্বিক তথ্য-প্রমাণের সঙ্গেও বয়ানে বিস্তর ফারাক রয়েছে তাপস মণ্ডলের। এমনকি, তদন্তকেও বিপথে চালিত করার চেষ্টা করছিলেন তিনি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই তাপস মণ্ডলের মুখেই প্রথম কুন্তল ঘোষের নাম শোনা যায়। এরপরই কুন্তল ঘোষকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাল্টা তাপস মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন কুন্তলও। 


শিক্ষা-নিয়োগ দুর্নীতি মামলায় ২ বছরের মাথায় গত মাসে জামিন পান তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। ইডি-র দায়ের করা মামলার প্রেক্ষিতে জামিনের আবেদন জানান মানিক। তবে জামিন পেলেও এলাকা ছাড়তে পারবেন না পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২-এর ১০ অক্টোবর দিনভর জিজ্ঞাসাবাদের পর, গভীর রাতে ইডি-র হাতে গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য। সপরিবারে জেলে গিয়েছিলেন মানিক। শিক্ষা- নিয়োগ দুর্নীতি মামলায় আগেই জামিন পান মানিকের স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিক। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Junior Doctor Protest: পুজোয় ভিড়ে যানজটের আশঙ্কা, 'মহামিছিলে'র অনুমতি দিল না পুলিশ