কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: দুর্নীতির প্রতিবাদে আন্দোলনের মধ্যেই কাল প্রাথমিকে নিয়োগের (Primary Recruitment Panel) প্যানেল। কাল ২০০৯-এর প্রাথমিকে নিয়োগের প্যানেল প্রকাশ, ঘোষণা কুণাল ঘোষের (Kunal Ghosh)। 'কাল দঃ ২৪ পরগনার ৩২৮ জনের প্যানেল প্রকাশ, কাল থেকেই নিয়োগের চিঠি', আন্দোলন প্রত্যাহারের আবেদন করে ঘোষণা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। তিনি জানিয়েছেন, আগামীকাল সকাল ১১টায় সাংবাদিক সম্মেলন করে প্যানেল প্রকাশ করা হবে। চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, তাঁদের আন্দোলন চলবে, আগামীকাল প্যানেল প্রকাশ করার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও এই ঘোষণায় তাঁরা খুশি বলে জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। বাকি দাবিগুলিও পূরণের দাবি জানিয়েছেন তাঁরা।
কুণাল ঘোষ বলেন, '৩২৮ জনের, যে অংশটি বাকি ছিল। ১৫০০ জন ইতিমধ্যেই কাজে। এই ৩২৮ জনের প্যানেল আগামীকাল মঙ্গলবার ডিপিএসসি চেয়ারম্যান অজিত কুমার নায়েক সাংবাদিক বৈঠক করে এই ৩২৮ জনের প্যানেল ঘোষণা করবেন। কাল থেকেই নিয়োগের চিঠি দেওয়া শুরু হবে।'
সিপিএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, 'এটা ২০০৯ এর পরীক্ষা নয়। ওই প্যানেল নতুন সরকার এসে বাতিল করে দিয়েছিল। পরে পরীক্ষা হয়, সেখানেও গন্ডগোল হয়। এটা সম্ভবত ২০১২ সালে হয়েছিল। আমরা চাই দ্রুত চাকরি পাক সবাই। কোর্ট অনেক আগেই বলেছিল নিয়োগ দিতে।' পাশাপাশি কুণাল ঘোষ বিষয়টি ঘোষণা করায় সুজনের দাবি, 'এটা প্রমাণিত হল ডিপিএসসি-এর নিয়ন্ত্রণ শিক্ষামন্ত্রীর হাতে নেই। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের কন্ট্রোল রয়েছে।'
অন্যদিকে এদিনই দ্রুত নিয়োগের দাবিতে ডায়মন্ডহারবারে ডিপিএসসি ভবনের সামনে অনশনে ২০০৯ সালের নিয়োগ উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। ১৮৩৪ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ও নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত চলবে অনশন, দাবি আন্দোলনকারীদের। মাথায় চুল কামিয়ে প্রতিবাদের এবার চারদিন ধরে অনশনে চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের। গত চারদিন ধরে এখানে অনশন অবস্থান চালিয়ে যাচ্ছিলেন ২০০৯ এর প্রাথমিক চাকরিপ্রার্থীরা। কলকাতায়-দিল্লিতে আন্দোলন করেছেন তাঁরা।
কয়েকদিন আগেই ২০২২ সালের প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়ায় মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে একটি মেধাতালিকা প্রকাশ হয়। তারপরে হাইকোর্টে একটি মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট একটি নির্দেশ দেয়, সেখানে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করতে বলা হয়। সেটাও প্রকাশিত হয়। সেই আবহেই এবার ২০০৯ -এর প্রাথমিক নিয়োগের তালিকা প্রকাশের কথা বলা হল।