নয়াদিল্লি: বিজেপি জিতবে, ফের ক্ষমতায় আসবে NDA. সংসদ অধিবেশনের (PM Modi in Budget Session) জবাবি ভাষণে বড়সড় দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)। শুধু তাই নয়, আসন্ন লোকসভা নির্বাচনে (Parliament Election) কত আসনে জিততে চলেছে পদ্মশিবির। সেটাও জানিয়ে দিলেন মোদি। বাজেট অধিবেশনের জবাবি ভাষণে দাঁড়িয়ে বললেন, 'আমাদের সরকারের তৃতীয় মেয়াদ (Modi Third term) খুব দূরে নয়। খুব বেশি বলে ১০০-১২৫ দিন বাকি রয়েছে। আমি খুব বেশি নম্বর নিয়ে কথা বলি না। কিন্তু দেশের যা মেজাজ দেখছি তাতে বিজেপি ৩৭০ আসন পাবেই, আর এনডিএ (NDA result) পেরোবে ৪০০ আসন।' (PM Modi Predicts Winning)


৩৭০ ধারা বাতিলের মতো কাজ করেছে মোদি সরকার, রাম মন্দিরও (Ram Mandir) তৈরি হয়েছে এই আমলেই। তৃতীয়বার সরকার হলে কি আরও বড় কোনও লক্ষ্য় বিজেপির? ইঙ্গিত মিলেছে মোদির বক্তব্যেই। তিনি বলছেন, 'তিন নম্বর টার্ম খুব বড় সিদ্ধান্ত নেওয়ার সময়।' 


 





আরও পড়ুন: আসল পুরুষ কারা? বলে দিলেন আসাদউদ্দিন ওয়েইসি