প্রকাশ সিনহা, কলকাতা: প্রাথমিক টেটে নিয়োগ (Primart TET Case) মামলায় এবার কাল সকালের মধ্যে সম্পত্তির হলফনামা দিতে হবে মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacherjee), এদিন এমনটাই নির্দেশ দিল হাইকোর্ট। অপসারিত পর্ষদ সভাপতির পরিবারের সদস্যদেরও হলফনামাও তলব করা হয়েছে।    


কাল সকাল সাড়ে ১০টার মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক টেটে নিয়োগ মামলায় হাইকোর্টের তরফে প্রশ্ন করা হয়, ‘এখনও কেন হলফনামা জমা দেননি অপসারিত পর্ষদ সভাপতি? ডিভিশন বেঞ্চ সম্পত্তির হলফনামা দেওয়ার উপরে স্থগিতাদেশ দেয়নি। তারপরেও কেন সিঙ্গল বেঞ্চের নির্দেশ মেনে হলফনামা দাখিল হয়নি?’ বেঞ্চের নির্দেশ, বুধবার সকাল সাড়ে ১০টার মধ্যে একটি বন্ধ খামে সম্পত্তির হলফনামা জমা করতে হবে আদালতে।                        


এর আগে ৫ জুলাইয়ের মধ্যে তাঁর, তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও কন্যার সম্পত্তির হিসেব জমা দিতে বলা হয়েছিল। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'হলফনামায় উল্লিখিত সম্পত্তির বাইরে পরে অন্য কোনও সম্পত্তি নিজের বলে দাবি করতে পারবেন না মানিক ভট্টাচার্য।'            


আরও পড়ুন, মহুয়ার কালী-মন্তব্যের প্রতিবাদে বিজেপির কালী পুজোর আয়োজন, মোদির খোঁজের পরই শুরু তৎপরতা


বিচারপতি জানান, ‘হলফনামায় দেওয়া সম্পত্তির বাইরে অন্য কিছু দাবি করা যাবে না।’ মানিক ভট্টাচার্য বলেন, ‘আমি একজন শিক্ষক, কোনও মিথ্যে তথ্য দেব না।' মানিক ভট্টাচার্য জানান, তাঁর যাদবপুরে ফ্ল্যাট, নয়াবাদে জমি, নদিয়ার কালিগঞ্জে পৈত্রিক বাড়ি রয়েছে।               


মানিকের সম্পত্তির হিসাব মামলায় আদালতের নজর রয়েছে চন্দন মণ্ডল ওরফে রঞ্জনের দিকেও। রঞ্জনকে আগামী শুক্রবার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।