সাংহাই: করোনার জন্য পিছিয়ে গিয়েছে এশিয়ান গেমসের (Asian Games) আসর। এবার সেই টুর্নামেন্ট বসতে চলেছে হানঝাউতে। আগামী বছর সেপ্টম্বর ২৩ তারিখ থেকে ৮ অক্টােবর পর্যন্ত হবে এই টুর্নামেন্ট। জানিয়ে দিল অলিম্পিক্স এশিয়ান কাউন্সিল।
করোনার প্রভাব হঠাৎ করেই আবার বেড়ে গিয়েছিল। তার জন্য এবছর হতে চলা এশিয়া কাপ পিছিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে সেই এশিয়া কাপের আসর বসছে চিনেই। সেখানকার হানঝাউতে বসতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। করোনার জন্য চলতি বছরেই লক ডাউনও ঘোষণা করা হয়েছিল। তবে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে।
অলিম্পিক্স এশিয়ান কাউন্সিলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''গত কয়েক মাস ধরে টাস্কফোর্স চিনা অলিম্পিক সংস্থার সঙ্গে দফায় দফায় এটা নিয়ে আলোচনা করেছে। হানঝাউ এশিয়ান গেমসের আয়োজক কমিটি এবং অন্যান্য সংস্থার সঙ্গে কথা বলার পর আগামী বছর এই গেমস আয়োজন করার ব্যাপারে সবুজ সঙ্কেত পাওয়া গিয়েছে। এ বছর যে সময় হওয়ার কথা ছিল এশিয়ান গেমসের, আগামী বছর সেই সময়ই হবে।''
এশিয়ান গেমসের আসর অনেকটাই অলিম্পিক্সের টিকিট পাওয়ার ক্ষেত্রে অ্য়াথলিটদের সাহায্য করে। কিন্তু এবছর এশিয়ান গেমস না হওয়ায় সেই চিন্তা বাড়ছিল অ্যাথলিটদের। প্রত্যেকবারই প্রায় ১০ হাজার অ্যাথলিট অংশ নেন এই টুর্নামেন্টে। ভারতেরও অনেক অ্যাথলিটই এশিয়ান গেমসের আসরে অংশ নেন। কিন্তু এবারের টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়ার ব্য়াপারে ভারতীয় অ্যাথলিটরাও চিন্তায় পড়ে গিয়েছিলেন। তবে এবার সেই চিন্তা তাঁদের কমতে চলেছে।
উল্লেখ্য, এর আগে টােকিও অলিম্পিক্সের আসরও পিছিয়ে দেওয়া হয়েছিল। জাপানে করোনার প্রভাব ভীষণ বেড়ে যাওয়ায় ২০২০ সালের অলিম্পিক্সের আসর এক বছর পিছিয়ে দেওয়া হয়। ২০২১ সালে টোকিওতে বসেছিল অলিম্পিক্স। এবার এশিয়ান গেমসের ক্ষেত্রেও তেমনই হচ্ছে।
আরও পড়ুন: 'আমার অ্য়াকাডেমিতে আসুক', বিরাটকে পরামর্শ ছোটবেলার কোচের