কলকাতা: দুর্নীতির অভিযোগ, আইনি টানাপোড়েনে কেটে গিয়েছে অনেক দিন। পুরোপুরি তার নিষ্পত্তি না হলেও, পাঁচ বছর অন্তত প্রাথমিক টেট পরীক্ষা (TET Exam) হল রাজ্যে। মোটামুটি নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে পরীক্ষা। কিন্তু ব্যাগ রাখা নিয়ে বাধল ঝামেলা (Primary TET)। 


পাঁচ বছর পর রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষা হল


অবশেষে সম্পন্ন হল বহু প্রতীক্ষিত প্রাথমিকের টেট পরীক্ষা। যে টেট ঘিরে লাগাতার এত বিতর্ক, ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ, এ বার সেই পরীক্ষার নিরাপত্তায় ব্যাপক কড়াকড়ি দেখা গিয়েছে।  


কিন্তু পর্ষদের এই সিদ্ধান্তে বহু ক্ষেত্রে সমস্যায় পড়তে হল পরীক্ষার্থীদের একাংশকে। বিশেষ করে ব্যাগ রাখাকে ঘিরে তৈরি হল সমস্যা। এ দিন বোলপুর হাইস্কুলে গেট খোলার পরই, পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়,ব্যাগ নিয়ে ঢোকা যাবে না।


এর পরই ক্ষোভে ফেটে পড়েন দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীরা। প্রতিবাদে স্কলের সামনে রাস্তা অবরোধ করেন তাঁরা। অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গেও বাদানুবাদে জড়িয়ে পড়েন চাকরিপ্রার্থীরা।


বোলপুরে পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থী, মিহির ঘোষাল বলেন, "অনেক দূর থেকে এসেছি। একটা স্টোর রুমের ব্যবস্থা করতে পারে। আধার, অ্যাডমিট কার্ড ছাড়াও পকেটে মানি পার্স রয়েছে। টাকা না থাকলে আসব কি করে। ব্যাগে না রাখলে পার্সটা নিয়ে নেবে। প্রশাসন আমার আর কত হ্যারাস করবে। আমাদের বুড়ো করে দিয়েছে। আমাদের উপহাস্য করতে চাইছে।" শেষ মেশ স্কুলের মধ্যে ব্যাগ রাখার অনুমতি মেলায় অবরোধ তুলে নেন পরীক্ষার্থীরা। 


আরও পড়ুন: Primary TET: কড়া নিরাপত্তার মাঝেই শেষ হল রাজ্য প্রাথমিকের টেট


কলকাতায় হিন্দু স্কুলে পরীক্ষা দিতে এসেও একই সমস্যায় পড়তে হয় চাকরিপ্রার্থীদের। স্কুল গেটের বাইরেই ব্যাগ রেখে পরীক্ষাকেন্দ্রে ঢোকেন তাঁরা। শেষমেশ খবরের জেরে পরীক্ষার্থীদের ব্যাগ ভিতরে নিয়ে যান স্কুল কর্তৃপক্ষ।

বিধাননগর গভর্নমেন্ট স্কুলেও পরীক্ষার্থীদের ব্যাগ নিয়ে ঢুকতে বারণ করা হয়। সেই সঙ্গে জুতো খুলিয়ে পরীক্ষা করা হয়। হুগলির মাহেশ হাইস্কুলে
পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয়। তারপর বায়োমেট্রিক টেস্টের পাশাপাশি, ছবিও তোলা হয় পরীক্ষার্থীদের।

আবার অন্য ছবি ধরা পড়ে আরামবাগ হাইস্কুলে। বায়োমেট্রিক কিট নিয়ে কর্মীরা দেরিতে আসায়, পরীক্ষা কেন্দ্রের সামনে বিশৃঙ্খলা তৈরি হয়।


এর পাশাপাশি, নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর পরীক্ষা কেন্দ্রে ঢোকা নিয়ে হিন্দু স্কুলে উত্তেজনা ছড়ায়। আপত্তি জানান অভিভাবকদের
একাংশ। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থেকে দক্ষিণ ২৪ পরগনার আমতলায় চলে যান পরীক্ষার্থী। তাঁর দাবি, সেখানে পৌঁছে জানতে পারেন পরীক্ষা কেন্দ্র কল্যাণনগর বিদ্যাপীঠ আদতে রহড়ায়। কোনওমতে আমতলা থেকে রহড়ার ওই পরীক্ষা কেন্দ্রে পৌঁছন পরীক্ষার্থী। 


টেট শুরুর আগে ঠিকানা বিভ্রাট। সল্টলেকের লবণহ্রদ বিদ্যাপীঠের ঠিকানা নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়েন পরীক্ষার্থীরা। কেউ কেউ অন্য স্কুলে চলে যান।


একাধিক জায়গায় দফায় দফায় উত্তেজনা, অশান্তি 


অন্য দিকে, সেচ ভবনের কাছে আচার্য প্রফুল্লচন্দ্র হাইস্কুলের ঠিকানা খুঁজতে গিয়ে নাকাল হন খড়দা থেকে আসা এক পরীক্ষার্থী। ভুল করে লবণহ্রদ বিদ্যাপীঠে চলে আসেন তিনি। পরে মোটরবাইক চাপিয়ে পুলিশ ওই পরীক্ষার্থীকে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়।


বিধাননগর গভর্নমেন্ট হাইস্কুল লাগোয়া মাঠে চলছে রক্তদান শিবির। এই স্কুলে টেটের সিট পড়েছে। রক্তদান শিবিরে মাইক বাজানো শুরু হলে স্কুলের তরফে থানায় জানানো হয়। পরে পুলিশ গিয়ে মাইক বাজানো বন্ধ করে দেয়।