কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর প্রাথমিক টেট পরীক্ষা হচ্ছে রাজ্যে (TET Esam)। তার মধ্যেও রাজনৈতিক চাপানউতোর চলছে। টেট পরীক্ষা (Primary TET) বানচাল করতে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। এ বার অভিযোগ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। রবিবার একদিকে যখন প্রাথমিক টেট পরীক্ষা চলছে, সেই সময় ব্রাত্য বলেন, "আজও ভুয়ো প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে ছড়ানো হয়েছিল। সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েছে পর্ষদ।"


টেট পরীক্ষা বানচাল করতে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ ব্রাত্যর


একদিন আগে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, "আমাদের কাছে খবর আছে, প্রশ্ন ফাঁস করতে ১০ লক্ষ টাকা চেয়ে ফোন আসছে। প্রথমে ৫ লক্ষ টাকা চাওয়া হচ্ছে। প্রশ্ন বলে দেওয়া হবে। ওই দেখে আপনারা পরীক্ষা দিতে পারবেন। তারপর বাকি ৫ লক্ষ টাকা দিতে হবে।"


এ দিন শুভেন্দুকে জবাব দিয়ে ব্রাত্য বলেন, "কোথাও টেটের প্রশ্ন ফাঁস হয়নি। কোন নম্বর থেকে এসএমএস, জানান বিরোধী দলনেতা।" রবিবার এবিপি আনন্দের মুখোমুখি হয়ে ব্রাত্য বলেন, "তাঁর কাছে নির্দিষ্ট নম্বর থেকে যদি ফোন আসে,, তাহলে তো তা জানানো উচিত, যাতে সরকার সুষ্ঠ ভাবে পরীক্ষা নিতে পারে! তিনি তো এ রাজ্যেরই বিরোধী দলনেতা! রাজ্যে পরীক্ষা যাতে ভাল ভাবে হয়, তাতে সহযোগিতা কার উচিত। তা না করে ভুয়ো কথা ছড়াচ্ছেন। এতে কীই বা বলতে পারি! একটি মাত্র প্রশ্নপত্র ঘুরছিল, তার উত্তরপত্রও ছিল। দু'টোই সম্পূর্ণ ভুয়ো। কোনও প্রশ্নপত্র ফাঁস হয়নি।"


ব্রাত্য আরও বলেন, "মিডিয়ার সংখ্যা বেড়েছে। লক্ষ লক্ষ মোবাইল ঘুরছে হাতে হাতে। হোয়াটসঅ্যাপে ভুয়ো প্রশ্নপত্র এবং উত্তরপত্র চালানো হচ্ছিল। আমরা পুলিশ দিয়ে তদন্ত করালাম। পর্ষদকে বলালম, সাইবার ক্রাইমে অভিযোগ জানাতে। দেখা গেল, প্রশ্ন এবং উত্তর, দু'টোই ভুল। অর্থাৎ এক ধরনের অন্তর্ঘাত চলছিল, যাদে পর্ষদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই পরীক্ষা নিতে না পারে।"


আরও পড়ুন: Primary TET: পাঁচ বছর পর আজ রাজ্যে প্রাথমিক টেট, অগ্নিপরীক্ষা রাজ্য এবং পর্ষদেরও, ছয় জেলায় ইন্টারনেটে নিয়ন্ত্রণ


এ দিনের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে পর্ষদের ভূমিকার প্রশংসাও করেন ব্রাত্য। তিনি বলেন, "যে ভাবে পরীক্ষা নিল পর্ষদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাব আমি। মাননীয়া মুখ্যমন্ত্রীর সহযোগিতা এবং নির্দেশ না থাকলে, এ ভাবে পরীক্ষা নেওয়া যেত না। ৭ লক্ষ পরীক্ষার্থী এ ভাবে পরীক্ষা দিতে পাতেন না।"


নিশ্ছিদ্র নিরাপত্তায় টেট পরীক্ষা, পরিদর্শনে খোদ পর্ষদ সভাপতি


এর আগে, শনিবার খোদ পর্ষদ সভাপতি গৌতম পাল পরীক্ষায় বিঘ্ন ঘটানোর পরিকল্পনা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেন। এ দিন বিভিন্ন পরীক্ষাকেন্দ্রও ঘুরে দেখেন তিনি। কোথাও কোনও ত্রুটি রয়ে গিয়েছেন কিনা, খতিয়ে দেখেন।