Pakistan Update: পাকিস্তানের গদি থেকে ইমরান খান সরতেই নতুন মন্ত্রিসভা গড়লেন নবনিযুক্ত পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পুরুষের আধিপত্য ভরা পাকিস্তানে শুরুতেই চমক দিলেন শাহবাজ। পাক ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে স্থান পেলেন পাঁচ মহিলা। জেনে নিন, কারা এলেন তখতে।
Pakistan New cabinet: পাকিস্তানের নতুন ক্যাবিনেটে ৫ মহিলা মন্ত্রী
৩৭ সদস্যের মন্ত্রিসভায় ৫ জন মহিলা মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন শাহবাজ শরিফ। আসিফ আলি জারদারির সভাপতিত্বে প্রাক্তন বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার এবারও বিদেশ প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত শেরি রেহমানকে জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী করা হয়েছে।
Pakistan New cabinet: এখানেই থেমে থাকেনি পাকিস্তানের নবগঠিত ক্যাবিনেটে মহিলা মন্ত্রীদের পোর্টফোলিও। এখানে স্থান পেয়েছেন পিএমএল-এন-এর স্পষ্টভাষী নেত্রী মরিয়ম আওরঙ্গজেবকে নতুন ইনফরমেশন মিনিস্টার বা তথ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রথমবার পিপিপির শাজিয়া মারি ও পিএমএল-এন-এর আয়েশা ঝাউস পাশা পাক ক্যাবিনেটে নিযুক্ত হলেন। এর মধ্যে বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম (বিআইএসপি)-র মন্ত্রী হিসাবে পাক ক্যাবিনেটে এসেছেন শাজিয়া মারি। পাশাপাশি অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন আয়েশা ঝাউস
পাশা ।
Pakistan Update: সম্প্রতি পাকিস্তানের সঙ্গে গঠনমূলক সম্পর্কে দিল্লি আগ্রহী বলে শরিফকে চিঠি লেখেন মোদি। ইতিমধ্যেই ইসলামাবাদ থেকে তার উত্তর এসেছে দিল্লিতে। দুই দেশের মধ্যে শান্তি ও সহযোগিতাপূর্ণ সম্পর্কের পরিবেশ আনার কথা বলেছেন শাহবাজ শরিফ। একই সঙ্গে জম্মু-কাশ্মীর-সহ অসমাপ্ত সমস্যাগুলিরও সমাধানের আর্জি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে।ইমরান খান সরকারের পতনের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে বসেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। ট্যুইটারে তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসমুক্ত পরিবেশে পারস্পরিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ ও স্থিতিশীল সম্পর্ক চায় দিল্লি।
আরও পড়ুন : Unemployment Allowance: বেকার যুবকদের ৭৫০০ টাকা ভাতা, স্নাতক হলেই ৫০০০