শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: করোনা সংক্রমণ বাড়ায়, কোচবিহারের (cooch behar) দিনহাটায় একদিনের জন্য বন্ধ বেসরকারি বাস পরিষেবা (Private bus service)। সরকারি বাস আটকে প্রতিবাদ জানালেন বেসরকারি বাসের কর্মীরা। সংক্রমণ রুখতে দিনহাটায় একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে দোকান, বাজার, যান চলাচল। সরকারি বাস পরিষেবায় ছাড় দিলেও বেসরকারি বাস পরিষেবা বন্ধ রাখা হয়। প্রতিবাদে দিনহাটা থেকে শিলিগুড়িগামী (siliguri) উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বাস আটকে বিক্ষোভ দেখান বেসরকারি বাসের কর্মীরা। পরে দূরপাল্লার বেসরকারি বাস চালানোর অনুমতি দেয় প্রশাসন। এরপর বিক্ষোভ তুলে নেন বেসরকারি বাসের কর্মীরা।


এছাড়াও কোভিড বিধি যাতে কেউ লঙ্ঘন না করে তার জন্য বিভিন্ন বাজারে চলছে প্রশাসনিক নজরদারি, সরকারি নির্দেশ কে উপেক্ষা করে বিভিন্ন জায়গায় কিছু কিছু দোকানপাট খুললে তা বন্ধ করে দেওয়া হয় মহাকুমা প্রশাসনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন মহাকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা।


এদিকে, করোনা বিধিনিষেধে আংশিক ছাড় দেওয়া হল। আজ থেকেই ৫০ শতাংশ আসন নিয়ে চালু হতে পারে বিউটি পার্লার, সাঁলো। রাত ১০টা পর্যন্ত পার্লার ও সাঁলো খোলা থাকতে পারে বলে রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  সূত্রের খবর, বিউটি পার্লার ও স্যাঁলোর কাজের সঙ্গে যুক্ত মানুষরা এক যোগে আবেদন জানান রাজ্য সরকারের কাছে। তারপরই এই সিদ্ধান্ত। তবে মানতে হবে দূরত্ববিধি। পরিষ্কার পরিচ্ছন্নতা তো বটেই, ৫০ শতাংশ আসনেই গ্রাহকরা বসতে পারবেন। ৫০ শতাংশ কর্মীদের নিয়ে কাজ করতে হবে।


বাংলায় এরমধ্যেই করোনা আক্রান্তের (Coronavirus) সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৮ হাজারের গণ্ডি। একদিনে আক্রান্ত ১৮ হাজার ২১৩ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। কলকাতাতেও (Kolkata Corona Update) করোনা গ্রাফও উর্ধ্বমুখী। আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৮৪ জন। মৃত ৭। উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতিও।


আরও পড়ুনঃ বেলাগাম করোনা, বেপরোয়া মানুষ ! কলকাতা থেকে জেলা, মাস্কহীন মুখের সারি