সুনীত হালদার, হাওড়া: দুটি বেসরকারি বাসের মধ্যে রেষারেষির (Private Bus Race) প্রতিবাদে বাস ভাঙচুর (Bus Vandalized) চালালেন যাত্রীরাই (Passengers Clash)। মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ ডোমজুড়ের (domjur) অঙ্কুরহাটিতে মোড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর হাওড়া থেকে আমতার ঝিকিরা এবং উদয়নারায়ণপুরের ডিহিভুরসুট রুটের দুটি বাসের মধ্যে যাত্রী তোলা নিয়ে রেষারেষি শুরু হয়। রাস্তার বেশিরভাগ অংশে দুটি বাসের মধ্যে বিপজ্জনকভাবে রেষারেষি হওয়ার কারণে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তার পরই এই ঘটনা।


কী ঘটেছিল?
ঝিকিরা রুটের বাসটি যখন অঙ্কুরহাটির কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে ওভারটেক করে তখন ডিহিভুরসুট রুটের বাসের যাত্রীরা রাস্তায় নেমে আসেন। বেশ কয়েকজন যাত্রী লোহার রড দিয়ে ঝিকিরা রুটের বাসটির উপর চড়াও হয়। ভাঙচুর করা হয় বাসটিতে। কাচের টুকরো লেগে দুই যাত্রী আহত হন। ঘটনাস্থলে ছুটে আসেন নিবড়া ট্রাফিক গার্ডের ট্রাফিক সার্জেন্ট। দুটি বাস এবং চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আতঙ্কিত যাত্রীরা জানিয়েছেন, যে ভাবে চালকরা বাস চালাচ্ছিলেন তাতে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ঝিকিরা রুটের বাসের কন্ডাক্টারের দাবি, এই রুটে কমিশন সিস্টেমে বাস চালানো হয়। তাই যাত্রী তোলা নিয়ে রেষারেষি থাকে। ঘটনাচক্রে এদিনই জলপাইগুড়িতে দুদুটি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। এর মধ্য়ে একটি দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ৩ জনের। দ্বিতীয় দুর্ঘটনায় জখম ১। 


সড়ক দুর্ঘটনা...
এর মধ্য়ে ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকার দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানায় প্রশাসন। জখম অনেকে। তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অন্য দিকে রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের নর্থ বেঙ্গল ফার্ম সংলগ্ন তেতুলতলা স্কুলের সামনে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। এলাকায় চাঞ্চল্য তার পর থেকেই। প্রতিবাদে পথ অবরোধ করেন এলাকাবাসী। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখান উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ।প্রশ্ন হচ্ছে, এই ধরনের দুর্ঘটনা রাজ্যে নতুন নয়। উত্তর থেকে দক্ষিণ প্রায়ই সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতির খবর উঠে আসে। তার পরও কি যথেষ্ট সতর্ক নয় প্রশাসন? কোথায় গাফিলতি থাকছে যাত্রীদের? গত কালও যেমন হাওড়ার ডোমজুড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক তরুণের। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পারে, গড়ফা থেকে বাইকে করে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিলেন ওই দুই তরুণ। পিছন থেকে কোনও একটি গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মারে। তাতেই এই মর্মান্তিক পরিণতি। 


আরও পড়ুন:'স্তাবকতা সম্ভব নয়', পোস্ট এই বঙ্গ কংগ্রেস নেতার, ভাঙন এবার হাত শিবিরেও ?