অনির্বাণ বিশ্বাস, কলকাতা: নিয়োগ দুর্নীতির প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মিছিল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের। ডোরিনা ক্রসিংয়ের সামনে দণ্ডি কেটে, হামাগুড়ি দিয়ে প্রতিবাদ। কালো পোশাক পরে মিছিলে হাঁটলেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। 


রাজপথে প্রতিবাদ মিছিল: নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ফের রাজপথে নেমে প্রতিবাদ ইন্টারভিউ বঞ্চিত চাকরিপ্রার্থীদের। রাস্তায় দণ্ডি কেটে, হামাগুড়ি দিয়ে কালো পোশাক পরে মিছিলে হাঁটলেন চাকরিপ্রার্থীরা। মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে থেকে রবিবার মিছিল শুরু করেন ২০১৬-র উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ে ডাক না পাওয়া চাকরিপ্রার্থীরা।                                                                


চাকরিপ্রার্থীদের বক্তব্য, ২০১৬-র কলকাতা গেজেটে যা বলা হয়েছিল, সেই অনুযায়ী নিয়োগ হয়নি। এসএসসি কমিশন সেই নিয়ম না মেনেই নিয়োগ করেছে। ২ বার ইন্টারভিউ নেওয়া হলেও তাঁরা ইন্টারভিউতে বসারই সুযোগ পাননি। এদিকে, ৩৬ হাজার অপ্রশিক্ষিতদের চাকরি বাতিলে আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছে তাঁরা। ওয়াই চ্যানেলে মিছিল শেষে প্রতীকী প্রতিবাদ জানাতেও দেখা গেল চাকরিপ্রার্থীদের। আপডেটেড সিটে নিয়োগ লেখা বাক্সের প্রতীকী তালা ভাঙলেন তাঁরা।


দিনকয়েক আগে দ্রুত নিয়োগের দাবিতে হামাগুড়ি দিয়ে রাজভবন অভিযানে নামল চাকরিপ্রার্থীদের ১১টি সংগঠন। যদিও, রাজভবন অবধি যাওয়ার অনেক আগেই, ১৪৪ ধারা জারি থাকার কথা জানিয়ে শহিদ মিনার চত্বরেই চাকরিপ্রার্থীদের আটকে দেয় পুলিশ। পরে পুলিশের শর্ত মেনে চাকরিপ্রার্থীদের একটি প্রতিনিধি দল রাজভবনে গিয়ে স্মারকলিপি জমা দেয়।            


অভিযোগ, বঞ্চনায় ভেঙে গেছে শিরদাঁড়া, দাবি শুধু সসম্মানে বাঁচার।  নিয়োগের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। গাঁধীমূর্তির পাদদেশে  আন্দোলন করছেন। আন্দোলনকারীদের ১১টি সংগঠন একসঙ্গে রাজভবন অভিযান। হামাগুড়ি দিতে দিতে রাজভবনের দিকে। দাবি একটাই। দ্রুত নিয়োগ চাই। এদিন আন্দোলনকারীরা বলেন, সরকার আমাদের শিরদাঁড়া ভেঙে দীর্ঘবছর ধরে বঞ্চিত করে রেখেছে, অবিলম্বে এর মুক্তি চাই। বাঁচতে চাই সসম্মানে। হামাগুড়ি দিয়ে রাজভবন অভিযানে নামলেন চাকরিপ্রার্থীদের ১১টি সংগঠন।কখনও রোদে, বৃষ্টিতে, কখনও উৎসবে আনন্দের দিনগুলোতে গাঁধীমূর্তির পাদদেশ, মাতঙ্গিনী হাজরার পাদদেশে ধর্নায়-আন্দোলনে কেটেছে দিন। কখনও দণ্ডি কেটেছেন, কখনও আন্দোলনে নেমে জুটেছে পুলিশের কামড়। আর এবার, বৈশাখের তপ্ত রাস্তায়, হামাগুড়ি দিলেন ভবিষ্যতের কারিগররা।দাবি একটাই, দ্রুত নিয়োগ চাই।


আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি