কোচবিহার: নিশীথ (Nishith Pramanik)-সুকান্তদের (Sukanta Mazumdar) ঘিরে বিক্ষোভ, তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপের (Dilip Ghosh)। বিজেপির সাংসদ-বিধায়কের বাড়ি ঘেরাওয়ের পাল্টা মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি। তৃণমূলকে সরাসরি হুঁশিয়ারি দিলীপ ঘোষের। 'মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে শুরু করে সব মন্ত্রীদের বাড়ি ঘেরাও করব'। বাধ্য করলে মন্ত্রীদের গাছে বেঁধে রাখব, হুঙ্কার দিলীপ ঘোষের। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের কুণাল ঘোষও (Kunal Ghosh)।

সম্প্রতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) যুব তৃণমূল কর্মী (TMC Worker) সমর্থকদের কালো পতাকা দেখানো ঘিরে উত্তেজনা কোচবিহারের তুফানগঞ্জে । বিজেপির (BJP) বিরুদ্ধে মাধ্যমিক পরীক্ষার সময় কর্মসূচি করার অভিযোগে সরব হয়েছে তৃণমূল (tmc)। যদিও বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।  

ফের দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ঘিরে কালো পতাকা দেখাল তৃণমূল ! উঠল গো ব্যাক স্লোগান ! যা ঘিরে বৃহস্পতিবার দিনভর টানটান উত্তেজনা রইল কোচবিহারের তুফানগঞ্জের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েত এলাকায় । 

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যাঁদের মুখ কালো হয়ে গেছে, তাঁরা কালো পতাকাই দেখাবে। যতদিন থেকে আমি কোচবিহারে (Coochbehar) আসছে, ততদিন ধরে কালো পতাকা দেখাচ্ছে। তারমধ্যে এমপিও জিতে গেলাম, এমএলএ-ও জিতে গেলাম ।

এ দিন স্থানীয় বড়াইতলা বাজার লাগোয়া একটি মাঠে বিজেপির (BJP) তুফানগঞ্জ বিধানসভার সাংগঠনিক বৈঠক ছিল । মাধ্যমিক পরীক্ষার মধ্যে বিজেপির এই কর্মসূচি ঘিরে প্রথম থেকেই আপত্তি তুলেছিল তৃণমূল । অন্যদিকে নিজেদের কর্মসূচিতে অনড় ছিল গেরুয়া শিবির (bjp )।

এই প্রেক্ষাপটে এদিন বৈঠকস্থলের ঠিক একশো মিটার আগে, তৃণমূলের পার্টি অফিসের সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান যুব তৃণমূলের কর্মী সমর্থকরা। মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন মাঠ ঘিরে বিজেপির সাংগঠনিক বৈঠক তীব্র আক্রমণে তৃণমূল বিজেপির উত্তর । বিজেপির এই কর্মসূচি নিয়ে স্থানীয় থানা ও মহকুমাশাসকের কাছে অভিযোগ দায়ের করেছে তৃণমূল (TMC) ।

এর আগে ডিএ নিয়েও তৃণমূলকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। বলেন, DA দিতে না পারলে, সরকারকে লিখিতভাবে কেন্দ্রের হাতে দিয়ে দিন। কেন্দ্র টাকা দেবে, সরকারও চালাবে। DA-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে নিশানা দিলীপ ঘোষের । 

আরও পড়ুন: Nisith Pramanik:'গাড়ি লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছোড়ে', কনভয়ে হামলা নিয়ে বিস্ফোরক নিশীথ