সৌভিক মজুমদার, কলকাতা: পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আর এই সিদ্ধান্তের বিরোধিতায় হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ আইনজীবী। জনস্বার্থ মামলা দায়েরের (PIL) অনুমতি দিলেন প্রধান বিচারপতি। দ্রুত শুনানির আর্জি খতিয়ে দেখার আশ্বাস প্রধান বিচারপতির। শুক্রবার শুনানির সম্ভাবনা।


জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি: সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো উদ্যোক্তাদের জন্য দুর্গাপুজোর উপহার দিচ্ছে রাজ্য সরকার। গতবছরের ৫০ হাজার টাকার সঙ্গে এবার যোগ হল, আরও ১০ হাজার টাকা। এ বছর রাজ্য সরকারের তরফে পুজো কমিটিগুলিকে দেওয়া হবে ৬০ হাজার টাকা করে। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আর এই আবহেই এবার জনস্বার্থ মামলা দায়েরের আর্জি জানালেন আইনজীবী। মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতি। 


 





পুজো অনুদান নিয়ে কী জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী?
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে তৃণমূলনেত্রী বলেন, 'পুজো করতে গেলে খরচ তো আছেই। কেন্দ্র আমাকে পয়সা দিচ্ছে না। একশো দিনের কাজের টাকাই নেই। সব প্রকল্পের বরাদ্দ কমিয়ে দিয়েছে।' তা সত্ত্বেও বিশ্বের অন্যতম সেরা উৎসব যাতে কোনও ভাবে ধাক্কা না খায়, সে জন্য একাধিক ব্যবস্থার কথা বলেন তিনি। কী সেগুলি? মুখ্যমন্ত্রী জানান, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি যাতে ছাড়ের পরিমাণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করে সে ব্যাপারে কথা বলবেন। সঙ্গে মনে করান, বিজ্ঞাপন বাবদে কোনও কর দিতে হয় না। উদ্যোক্তাদের সুবিধার জন্যও অনলাইনে আবেদনেরও ব্যবস্থা করেছে প্রশাসন। এর পরই সরকারি অনুদানের প্রসঙ্গে বলেন, 'গত বার কত দিয়েছিলাম? আমার ভাঁড়ার শূন্য। মা দুর্গা ভাঁড়ার ভর্তি করবেন আশা করি। তাই আমাদের কষ্ট থাকা সত্ত্বেও ৫০ হাজার টাকাকে ৬০ হাজার টাকা করে দিলাম।' উদ্যোক্তাদের কাছে মমতার আর্জি, বিদেশি অতিথিদের যেন কোনও অসুবিধা না হয়, কেউ অসুস্থ হলে যাতে সহজে হাসপাতালে ভর্তি করা যেতে পারে, আগুন লাগলে বা কোথাও কোনও এলাকায় অসুবিধা হলে যাতে দ্রুত প্রশাসনের কাছে খবর যায় সেই দিকে খেয়াল রাখতে হবে।


আরও পড়ুন: Anubrata Mandal Arrested: ‘জজসাহেবকে বলব আমি, সিবিআই তদন্ত চাইব’, হুমকি-চিঠির নেপথ্যে কে, জানতে উদগ্রীব অনুব্রতও