আশাবুল হোসেন, কলকাতা: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Central Investigation Agency) বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণ থেকে রান্নার গ্যাসের (Cooking Gas) দামবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার থেকে পথে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় হবে মিছিল। বিলকিসকাণ্ডে ১১ অপরাধীকে মুক্ত করার বিরুদ্ধেও প্রতিবাদ দেখাবে তৃণমূল। যদিও এ নিয়ে কটাক্ষের সুর বিজেপির (BJP) গলায়।


রাস্তায় নামছে মহিলা তৃণমূল কংগ্রেস: গরুপাচার (Cow Smuggling Case) মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির (Central Investigation Agency) নিরপেক্ষ তদন্তের দাবিতে রাস্তায় নেমেছিল তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। এবার CBI, ED’র মতো কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগে রাস্তায় নামছে মহিলা তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে মেয়ো রোডে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করবেন মহিলা তৃণমূলের কর্মী সমর্থকরা। তবে শুধু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধেই নয়, রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম এবং বিলকিসকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ অপরাধীকে মুক্ত করার গুজরাত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদেও মিছিল করবে মহিলা তৃণমূল। বৃহস্পতিবার কলকাতার পাশাপাশি রাজ্যের সব মহকুমা ও ব্লকে ব্লকেও  প্রতিবাদ মিছিল করবে মহিলা তৃণমূল।


সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ: গতকাল ED, CBI-এর বিরুদ্ধে স্লোগান তুলে সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ দেখায় তৃণমূলের সোশাল মিডিয়া সেলের কর্মীরা। দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে বিরোধীরা যেদিন রাস্তা কাঁপাল, সেদিনই কয়েকজনকে ED, CBI-এর বিরুদ্ধে স্লোগান তুলে সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ দেখাতে দেখা যায়। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা তৃণমূলের সোশাল মিডিয়া সেলের কর্মী। কেন্দ্রীয় সরকার ED, CBI-কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। নিরপেক্ষ তদন্ত হচ্ছে না। এই অভিযোগ তুলে আজ দুপুর দেড়টা নাগাদ প্রায় চল্লিশজন সল্টলেকের CGO কমপ্লেক্স চত্বরে ঢুকে পড়েন। CGO কমপ্লেক্সেই রয়েছে ED ও CBI-এর আঞ্চলিক অফিস। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনেই অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। জওয়ানরা বাধা দিতেই শুরু হয় বচসা। তা হাতাহাতিতে গড়ায়। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের CGO কমপ্লেক্সের বাইরে বের করে দেয় কেন্দ্রীয় বাহিনী।


আরও পড়ুন: Dilip Ghosh: সিবিআই-নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, অস্বস্তি বিজেপি-র অন্দরে, দিলীপের সহমর্মী তৃণমূল