রানা দাস, কালনা: কালনায় বাবার অস্বাভাবিক মৃত্যুতে (unusual death) গ্রেফতার (Arrest) করা হল ছেলেকে। তাঁর দাবি, বচসার মধ্যে ধাক্কাধাক্কিতে জানালার ভাঙা কাচে গলা কেটে মৃত্যু হয় বাবার। ছেলের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ (Police)।
বাবার অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার করা হল ছেলেকে: ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কালনায় (Kalna) ব্যবসায়ীর রহস্যমৃত্যুর কিনারা হল। শনিবার দুপুরে ডাঙাপাড়ার বাড়ি থেকে ব্যবসায়ী উত্পল গুপ্তের (৪৯) রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাঁর ছেলে ও স্ত্রী চিত্কার করে প্রতিবেশীদের ডাকেন। শনিবার তাঁরা দাবি করেন, মদ খাবেন বলে বাড়ি থেকে বেরোচ্ছিলেন উত্পল। সেই নিয়ে ছেলের সঙ্গে বচসা হয়। তার কিছুক্ষণ পর তাঁরা এসে রক্তাক্ত অবস্থায় দেখতে পান উত্পলকে।
জেল হেফাজতের নির্দেশ: বয়ানে অসঙ্গতি মেলায় শনিবার রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় ছেলে সায়ন্তিক গুপ্তকে। পুলিশ সূত্রে দাবি, তিনি জানান, মদ খেতে যাওয়ায় বাধা দিলে বাবার সঙ্গে তাঁর বচসা শুরু হয়। আচমকা বাবাকে ধাক্কা দেন তিনি। জানালার ভাঙা কাচে গলা কেটে মৃত্যু হয় উত্পলের। রবিবার সায়ন্তিককে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। ধৃতকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কালনা মহকুমা আদালত।
হুগলির জাঙ্গিপাড়ায় নিখোঁজ নাবালিকার রহস্যমৃত্যু: আজ, কোজাগরী লক্ষ্মী পুজো । ধন-সমৃদ্ধি, লক্ষ্মীশ্রীর আশায় বাংলার ঘরে ঘরে যখন কোজাগরী আরাধনা। তখন ঘরের লক্ষ্মীকে হারিয়ে শ্রী-হীন হুগলির জাঙ্গিপাড়া। আর এদিনই জাঙ্গিপাড়ায় নিখোঁজ নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় তুলকালাম। জেলা কংগ্রেস নেতৃত্বকে মৃত নাবালিকার বাড়িতে যেতে বাধা স্থানীয়দের। কংগ্রেস নেতাদের রীতিমতো তাড়া করেন তাঁরা। স্থানীয়দের দাবি, মৃত্যু নিয়ে তাঁরা রাজনীতি চান না। কুত্সার রাজনীতি চায় না মানুষ, আক্রমণ তৃণমূলের। কংগ্রেসের প্রতিক্রিয়া এখনও মেলেনি। পাশাপাশি, এদিন জাঙ্গিপাড়া থানায় যায় বিজেপির প্রতিনিধিদল। নাবালিকাকে ধর্ষণ করে খুনের আশঙ্কা প্রকাশ বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের।
মৃত নাবালিকার পরিবারের দাবি, দশমীর দিন সাইকেল নিয়ে বেরিয়েছিল ১২ বছরের বালিকা। দেহ উদ্ধার হলেও তার সাইকেলের খোঁজ মেলেনি। পুলিশ সূত্রে খবর, যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে, সেখানে তথ্য প্রমাণের জন্য তল্লাশি শুরু হয়েছে। আজ সকাল থেকে আশপাশের জলাশয়ে ডুবুরি নামিয়ে খোঁজ সাইকেলের চালাচ্ছে হুগলি জেলা গ্রামীণ পুলিশ। ড্রোন উড়িয়েও চলছে তল্লাশি। পাশাপাশি, পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে নাবালিকার মৃত্যুর কারণ।