রাণা দাস, পূর্ব বর্ধমান : দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির মণ্ডলের বিরুদ্ধে চাকরি চাওয়ায় এক তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। বিতর্কের মুখে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) দাঁইহাট পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দিল তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্ব। তদন্তের পর দল সিদ্ধান্ত নিলে ভাল হত বলে, প্রতিক্রিয়া দিয়েছেন দাঁইহাট পুরসভার চেয়ারম্যান।


'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সিদ্ধান্ত'


চাকরি চাওয়ায় কুপ্রস্তাব দেওয়ার ভয়ঙ্কর অভিযোগ। ভাইরাল হয়েছে অডিও ক্লিপ। আর এরপরই, বিতর্কের মুখে দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির মণ্ডলকে পদত্যাগের নির্দেশ দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তৃণমূলের পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তদন্তের পর দল সিদ্ধান্ত নিলে ভাল হত বলে, প্রতিক্রিয়া দিয়েছেন দাঁইহাট পুরসভার চেয়ারম্যান।


ভাইরাল অডিও ঘিরে শোরগোল


টাকা নিয়ে চাকরি বিক্রির অভিযোগে যখন রাজ্যজুড়ে তোলপাড় চলছে। সেই সময় চাকরি চাওয়ায় কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পূর্ব বর্ধমানের দাঁইহাট পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে। যদিও, পাল্টা রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি। যেখানে পুরুষকণ্ঠের এক ব্যক্তিকে চাকরি দেওয়ার নামে কুপ্রস্তাব দিতে শোনা যাচ্ছে। শুধু তাই নয়, কথোপকথনে ওই ব্যক্তিকে দাঁইহাটের চেয়ারম্যান বলে সম্বোধন করতেও শোনা যাচ্ছে অডিও ক্লিপে থাকা মহিলাকণ্ঠকে।


ভাইরাল অডিওতে শোনা যাচ্ছে পুরুষকণ্ঠ বলছে, 'কত টাকা লাগবে, ২০ হাজার টাকা দিয়ে আসব।' মহিলাকণ্ঠটিকে যারপর বলতে শোনা গিয়েছে, 'কাকু একটু কথাটা শুনুন না। কাকু আপনি তো দাঁইহাটের চেয়ারম্যান, আপনার অনেক ক্ষমতা আছে।' পাল্টা 'ওসব লাগবে না' শুনে ফের মহিলাকণ্ঠটিকে বলতে শোনা যাচ্ছে, 'আমার চাকরিটা একটু করে দিন কাকু, আমার কোনও টাকা-পয়সা লাগবে না।' যার পরই পুরুষকণ্টটিকে বলতে শোনা যাচ্ছে, 'আরে করে দেব, আমাকে আগে খুশি করে দে, সব কিছু দিয়ে দেব তোকে।' প্রসঙ্গত, ভাইরাল অডিও ক্লিপটির সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। পুলিশ সূত্রে দাবি,  এ’বিষয়ে সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে।


বিক্ষোভ, রাজনৈতিক চাপানউতোর


বৃহস্পতিবার সকালে, দাঁইহাট পুরসভার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা। এরইমধ্যে এদিনই পঞ্চায়েত নির্বাচন নিয়ে কাটোয়ায়, জেলার নেতা-মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসে তৃণমূল নেতৃত্ব। সেখানেই জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান, দলের শীর্ষ নেতৃত্ব দাঁইহাট পুরসভার চেয়ারম্যান পদ থেকে শিশির মণ্ডলকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। 


আরও পড়ুন- বাবা কংগ্রেস নেতা, ছেলে বিজেপির, একসঙ্গে নাচের ভিডিও ভাইরাল মুর্শিদাবাদে