সৌভিক মজুমদার, কলকাতা: খড়গপুর IIT’তে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। ওই ঘটনায়, বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সুপারের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। খড়গপুর টাউন থানার OC’কে কেস ডায়রি পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। 


খড়গপুর IIT’তে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এর পাশাপাশি, খড়গপুর টাউন থানার OC’কে কেস ডায়রি পেশ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ১৪ অক্টোবর, খড়গপুর IIT’র হস্টেল থেকে তৃতীয় বর্ষের এক ইঞ্জিনিয়ারিং-এর পড়ুয়ার পচা-গলা দেহ উদ্ধার হয়।


মৃত ছাত্রের নাম ফৈজান আহমেদ (২৩)। আসামের তিনসুকিয়ার বাসিন্দা ফৈজান, বি.টেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। এই ঘটনায়, CID বা সিট-এর তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয় মৃতের পরিবার। এই মামলায় বৃহস্পতিবার, বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশে বলেন, তদন্ত ঠিক মতো চলছে কি না, তা দেখার জন্য একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে নিযুক্ত করবেন পুলিশ সুপার। 


বৃহস্পতিবার আদালতে উপস্থিত থাকতে হবে তদন্তকারী অফিসার এবং পুলিশ সুপারের নিযুক্ত করা উচ্চ পদস্থ আধিকারিককে। অবিলম্বে মৃতের ভিসেরা পরীক্ষার জন্য পাঠাতে হবে। মৃত ছাত্রের সঙ্গে শেষ যে ব্যক্তির ফোনে কথা হয়েছিল, তাঁকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করতে হবে। প্রয়োজনীয় সবার সাক্ষ্য এবং গোপন জবানবন্দি নিতে হবে। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী র‍্যাগিং আটকানোর সব পরিকাঠামো খড়গপুর IIT’তে আছে কি না, তা খতিয়ে দেখবে পুলিশ। 


হোস্টেলে CCTV ক্যামেরা আছে কি না, তাও খতিয়ে দেখতে হবে। তদন্তে সব রকমের সাহায্য করতে হবে খড়গপুর IIT কর্তৃপক্ষকে। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি রয়েছে হাইকোর্টে।


অক্টোবরের শুরুতে খড়্গপুর আইআইটি-তে (Kharagpur IIT) ছাত্রের রহস্যমৃত্যু চাঞ্চল্যকর মোড় (IIT Student Death) নেয়। উদ্ধার হওয়া মৃতদেহ তাঁদের ছেলের নয় বলে দাবি করে পরিবার।  তাঁদের ছেলেকে খুন করা হয়েছে বলেও দাবি করেন ওই ছাত্রের পরিবারের সদস্যদের। যদিও কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে পুলিশ জানতে পারা যায় ওই ছাত্র বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন। 


খড়্গপুর আইআইটি-তে পচাগলা দেহ উদ্ধার ছাত্রের


পশ্চিম মেদিনীপুরের আইআইটি খড়্গপুরের হস্টেলের একটি ঘর থেকে ওই ছাত্রের পচাগলা দেহ উদ্ধার হয়। হস্টেলের বন্ধ ঘর থেকে গন্ধ বেরোতে দেখে ছাত্ররা আই টি কর্তৃপক্ষকে জানান। আইআইটি কর্তৃপক্ষ পুলিশকে খবর দেওয়ার পর, পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহাকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়।


মৃত ওই ছাত্রের নাম ফয়জান আহমেদ। বয়স ২৩ বছর। বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষে পাঠরত ছিলেন। তাঁর বাড়ি অসমের তিনসুকিয়ায়। পুলিশ জানায়, মৃতদেহ দু'-তিন ধরে রুমের মধ্যে পড়ে থাকার কারণে পচে যায়। পুলিশের প্রাথমিক তদন্তের পর জানা যায় ,মানসিক অবসাদের কারণে এই ঘটনা ঘটেছে।  ঘটনার তদন্ত শুরু করেছে।


আরও পড়ুন: Manik Bhattacharya : কলেজ স্কোয়ারে তৎপর ইডি, মানিক-ঘনিষ্ঠের অফিসে হানা, মিলল চাঞ্চল্যকর তথ্য