কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান:  গলসিতে জাতীয় সড়কের উপর ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। তাতে বেঘোরে মৃত্যু হল দু'জনের। গুরুতর আহত হয়েছেন আরও দু'জন। নিহত এবং আহতরা একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। চারচাকার গাড়িতে চেপে বেরিয়েছিলেন। সেই সময় পিছন থেকে একটি ডাম্পার এসে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মারা যান দু'জন।


পিছন থেকে তীব্র গতিতে ডাম্পারের ধাক্কা গাড়িতে


পূর্ব বর্ধমানের (Purba Bardhaman News) গলসির ঘটনা (Galsi News)। গলসি চৌমাথার কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিবারের তিন সদস্য ছিলেন গাড়িতে। এ ছাড়াও ছিলেন গাড়ির চালক। গাড়িতে চেপে বুদবুধ থেকে বর্ধমানের দিকে ডাক্তার দেখাতে যাচ্ছিল সকলে। সেই সময়ই গলসি চৌমাথার কাছে পিছন থেকে গাড়িতে ধাক্কা মারে একটি ডাম্পার।


ডাম্পার ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই গাড়িটি দিুড়ে-মুচড়ে যায় বলে জানা গিয়েছে। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ির চালক-সহ পরিবারের এক সদস্যের। গুরুতর জখম হন বাকি দু'জন। আহতদের প্রথমে বর্ধমান মেডিক্য়াল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে কলকাতায় রেফার করা হয় তাঁকে। অন্য জনের চিকিৎসা চলছে বর্ধমান মেডিক্য়াল কলেজেই। 


আরও পড়ুন: Mamata Banerjee: তীব্র গরম! আগামী সপ্তাহে রাজ্যের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি: মুখ্যমন্ত্রী


মৃতদের মধ্যে একজনকে মামণি মালাকার (৩৮) বলে শনাক্ত করা গিয়েছে। মারা গিয়েছেন গাড়ির চালকও। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। তবে এই দুর্ঘটনার জন্য স্থানীয় প্রশাসনকেই দায়ী করছেন সকলে। অভিযোগ, ১৯ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। তাতে বিভিন্ন জায়গায় রাস্তা ছোট করে দেওয়া হয়েছে। তাতে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা এবং তাতে প্রাণও হারাচ্ছেন বহু মানুষ।


ভয়াবহ পথ দুর্ঘটনা বাঁকুড়ার বেলিয়াতোড়েও


অন্য দিকে, শনিবার বাঁকুড়ার বেলিয়াতোড়েও ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেথে। সেখানে মোটর সাইকেল দুর্ঘটনায় মারা গিয়েছেন এক ব্যক্তি। আহত হয়েছেন এক মহিলা। পুলিশ সূত্রে খবর মৃতের নাম, সাধন দাস। এ দিন মোটর সাইকেলে চাপিয়ে আত্মীয়া গীতা মণ্ডলকে নিয়ে বাঁকুড়ার দিকে থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় পেছন থেকে একটি বোলেরো পিকআপ ভ্যান ধাক্কা মারে মোটর সাইকেলটিকে।  


দুর্ঘটনার পর দু'জনকে উদ্ধার করে বেলিয়াতোড় থানার পুলিশ প্রথমে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা সাধনকে সেখানে মৃত বলে ঘোষণা করেন। গীতী সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে ঘাতক গাড়ির চালক পলাতক। পুলিশ দু'টি গাড়িকে উদ্ধার করে বেলিয়াতোড় থানায় নিয়ে যায়।