কমলকৃষ্ণ দে, বর্ধমান: রাজ্যে ফের উদ্ধার হল কচ্ছপ (Turtle)। রবিবার সকালে বর্ধমান স্টেশন (Bardhaman Rail Station) থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে কচ্ছপ। এই কচ্ছপ উদ্ধার করে জিআরপি (GRP) ও আরপিএফ (RPF)। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই মহিলাকে। ধৃতদের নাম পান্নি ও সিমা।


আরপিএফ সূত্রে খবর, রবিবার সকালে আরপিএফ-এর রুটিনমাফিক তল্লাশি শুরু হয় বর্ধমান স্টেশন চত্বরে। সেই সময় হাওড়া-চম্বল এক্সপ্রেসের এস-১ কামরা থেকে সন্দেহজনকভাবে দু’টি ব্যাগ উদ্ধার করে আরপিএফ। সেই ব্যাগগুলিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৩৯টি কচ্ছপ।


অন্যদিকে, জিআরপি সূত্রে খবর, এদিন সকালে জিআরপি স্পেশাল চেকিং চালানোর সময় বর্ধমান স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে হাওড়ার দিকে দু’টি থলি ও কিটব্যাগ নিয়ে থাকা দুই মহিলাকে দেখে সন্দেহ হয়। তাঁদের ব্যাগে তল্লাশি চালিয়ে ৭২টি কচ্ছপ উদ্ধার হয়। কচ্ছপ নিয়ে যাওয়ার অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করে জিআরপি। ধৃত দুই মহিলা উত্তরপ্রদেশের পাকড়ি থানা এলাকার সুলতানপুরের বাসিন্দা। 


আরও পড়ুন গতিবিধি লক্ষ্য রাখতে উদ্যোগ, সুন্দরবনে এবার কচ্ছপের শরীরে বসানো হল ট্রান্সমিটার


কিছুদিন আগে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় বেআইনিভাবে খোলা বাজারে বিরল প্রজাতির কচ্ছপ বিক্রি করার অভিযোগে হাতেনাতে চারজনকে পাকড়াও করেন বন দফতরের আধিকারিকরা। অভিযুক্তদের কাছ থেকে ১০০টির বেশি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়। 


গাইঘাটার বিভিন্ন এলাকায় বেআইনিভাবে কচ্ছপ বিক্রি এবং পাচারের অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে পাঁচপোতা বাজারে দিনের আলোয় বিরল প্রজাতির কচ্ছপের বেচাকেনা চলে। বেশ কিছু দিন ধরেই সে দিকে নজর ছিল বন দফতরের।


খবর পেয়ে সেইমত শনিবার সকালে পাঁচপোতা বাজারে হানা দেন বন দফতরের আধিকারিকরা। সেখানেই উত্তম সরকার, আশুতোষ কুণ্ডু, সুকুমার সরকার এবং জয়ন্ত মালি নামের চার জনকে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। বন দফতর সূত্রে খবর, গ্রেফতার হওয়া চারজনের মধ্যে দু’জন কচ্ছপ বিক্রেতা। অন্য দু’জন কচ্ছপ কাটার কাজ করে। তাদের কাছ থেকে ১০০-র বেশি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়।