রাণা দাস, পূর্ব বর্ধমান: রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022)। তার আগে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। অস্বাভাবিক মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার দু নম্বর ব্লকের আউরিয়া গ্রামে। ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে।


জানা গিয়েছে, মৃত কিশোর কাটোয়ার আউরিয়া গ্রামের চারুচন্দ্র দত্ত বিদ্যানিকেতনের দশম শ্রেণীর ছাত্র। পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। পড়াশোনাতেও তার প্রভাব পড়েছে। এর মধ্যে আচমকা মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা হওয়ায় মানসিকভাবে মারাত্মক বিপর্যস্ত হয়ে পড়েছিল সে। মন মরা হয়ে থাকছিল গত কয়েকদিন। আজ সকালে পরিবারের সদস্যরা ওই ছাত্রকে বাড়িতেই একটি ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসকরা বছর ষোলোর ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে মৃত বলে ঘোষণা করেন। এমনটাই দাবি পরিবারের সদস্যদের। এমন মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ছাত্রের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা মাধ্যমিক পরীক্ষার চিন্তাতেই আত্মঘাতী হয়েছে ওই ছাত্র। যদিও ময়নাতদন্তের পরই জানা যাবে কী কারণে মৃত্যু হয়েছে ওই ছাত্রের।


আরও পড়ুন - Madhyamik Exam 2022: মাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে কলকাতা পুলিশের জরুরি ঘোষণা


প্রসঙ্গত, চলতি বছর করোনা বিধি মেনেই হবে মাধ্যমিক পরীক্ষা। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রে বসার ক্ষেত্রে থাকবে শারীরিক দূরত্ব। পরীক্ষার্থীকে মাস্ক পরে পরীক্ষায় বসতে হবে। পরীক্ষাকেন্দ্রে কেউ অসুস্থ হলে থাকছে আইসোলেশন রুম। প্রশ্নপত্রের প্রতিলিপি বাইরে আসা আটকাতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে দাবি, পরীক্ষা শুরুর আগে সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বিভিন্ন জেলার স্পর্শকাতর এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, পরীক্ষা শুরু হবে সকাল ১১টা ৪৫-এ। পরীক্ষা চলবে দুপুর ৩টে পর্যন্ত। প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। এবছর পরীক্ষার্থীর সংখ্যার নিরিখেও মাধ্যমিক পরীক্ষা তাত্‍পর্যপূর্ণ। এবছর মোট পরীক্ষার্থী ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন।  প্রায় ৫০ হাজার বেড়ে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী।  এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯।   সেখানে ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন ছাত্রী। পর্ষদ সূত্রে দাবি, গতবছর পরীক্ষা না দিয়েও ১০০ শতাংশ পাস করায়  এবার পরীক্ষায় বসার দেদার আবেদনপত্র জমা পড়ে।