শ্রীনগর: ফের উপত্যকায় জঙ্গি দমনে সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। জম্মু কাশ্মীরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদের একটি মডিউল পাকড়াও করল জম্মু কাশ্মীর পুলিশ। সন্ত্রাসবাদী সন্দেহে গ্রেফতার করা হয়েছে চার জনকে। রবিবার জানানো হয়েছে জম্মু কাশ্মীর পুলিশের পক্ষ থেকে।


দক্ষিণ কাশ্মীরের অবন্তীপোরায় পাকড়াও করা হয়েছে ওই জঙ্গি মডিউল। যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তারা সকলেই কাশ্মীরের বাসিন্দাা। ধৃত উমর ফারুক দার (umar farooq dar) কাশ্মীরের শানবাদের (shanbad) বাসিন্দা। ধৃত সোরাজ মনজুর মালিক (oraj manzoor malik) কাশ্মীর উপত্যকার মিদুরার (midoora) বাসিন্দা। গ্রেফতার করা হয়েছে ইরশাদ আহমেদ লোন (irshad ahmad lone)। ওই ব্যক্তিও মিদুরার বাসিন্দা। আর এক ধৃতের নাম আফনান জাভেদ খান। ওই ব্যক্তি শানবাদের বাসিন্দা।


গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গিয়েছে ওই চারজনের জঙ্গি সংগঠনটির সঙ্গে যোগ রয়েছে। বিদেশি জঙ্গিদের আশ্রয় দেওয়া, অস্ত্র জোগাড় করে দেওয়া এবং আনুষাঙ্কিক পরিকাঠামো দেওয়ার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। 


এদিনই উপত্যকায় একটি সন্ত্রাসবাদী হামলাও হয়েছে। এএনআই (ani) সূত্রে খবর, রবিবার বিকেলে শ্রীনগরের আমিরা কাদাল (amira kadal) এলাকায় বসতিএলাকায় গ্রেনেড হামলা করে সন্ত্রাসবাদীরা।  ওই ঘটনায় একাধিক সাধারণ নাগরিক এবং একজন পুলিশকর্মী জখম হয়েছেন বলে জানানো হয়েছে পুলিশের তরফে। পরে জখমদের মধ্যে একজন সাধারণ নাগরিক মারা গিয়েছেন। জনবহুল এলাকায় গ্রেনেড হামলায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ বাসিন্দাদের মধ্যে। ঘটনার পরই ওই এলাকায় পৌঁছয় বিপুল পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। দ্রুত তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। অভিযুক্তদের দ্রুত ধরা হবে বলে জানিয়েছেন কাশ্মীরের আইজি।


আরও পড়ুন: কখন, কোথায় দেখা যাবে এবিপি-সি ভোটার বুথ ফেরত সমীক্ষা?