রানা দাস, পূর্ব বর্ধমান: সাদামাঠা ভাড়া বাড়ি। তার মধ্যেই যে এত গোপন রহস্য, জানত না কেউ। ঘটনাস্থল পূর্ব বর্ধমানের কাটোয়ার মিলপাড়া। সেখানেই একটি বাড়িতে হানা দিয়ে লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গয়না উদ্ধার করল পুলিশ। একটি চুরির তদন্তে আগেই ধরা হয়েছিল পাঁচজন দুষ্কৃতীকে। বুধবার বিকেলে সেই পাঁচজনকে নিয়ে পুলিশ ওই বাড়িতে হানা দেয়। উদ্ধার হয় চার লক্ষ টাকা মূল্যের সোনার গয়না ও রুপোর গয়না।                                     


আজ বিকালে ধৃত পাঁচ দুষ্কৃতীকে নিয়ে কাটোয়ার মিলপাড়ায় তাঁদের ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে বেঞ্চের নীচের গোপন কুঠুরি থেকে চার কেজি রুপো পাওয়া গিয়েছে। বেশ কয়েক ভরি সোনার অলঙ্কারও উদ্ধার করা হয়। এর আগেও কাটোয়া থানার পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ২৬ লক্ষ টাকার গহনা ১৫ লক্ষ টাকা নগদ ও পাঁচটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছিল। কিন্তু তখন এই গোপন কুঠুরির হদিশ পায়নি পুলিশ। জেরার পরে এই বাড়িতে এসে নতুন করে খোঁজাখুঁজি করে এই গোপন কুঠুরির হদিশ মেলে।               


উদ্ধার করা অলঙ্কারের বাজারমূল্য চার লাখ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর তিনমাস ধরে কাটোয়ার মিলপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে বদায়ুঁ গ্যাংয়ের সদস্যরা চুরি-ছিনতাই করছিল। কাটোয়ায় বাড়ি ভাড়া করে থেকে, বর্ধমান,বীরভূম, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় দুষ্কর্ম করত বলে জানা গিয়েছে। পরে ওই দুষ্কৃতীরা ধরা পড়তেই পর্দাফাঁস হয় এসবের। এদিন ওই বাড়িতে ফের হানা দেয় পুলিশ। পুলিশের সামনে অভিযুক্তরা বেঞ্চের নীচে পৃথক কাঠের পাটাতনের স্ক্রু খুলে রুপো ও সোনার অলঙ্কারগুলি বের করে। কাটোয়ার অগ্রদ্বীপের সোনার দোকানের চুরিতে তদন্তে নেমে শনিবার ভোরে কাটোয়া থেকে উত্তরপ্রদেশের বাসিন্দা দুই মহিলা সহ সাত সদস্যের বদায়ুঁ গ্যাংকে গ্রেফতার করেছিল পুলিশ। যারা দিনের বেলায় ফেরি করত আর রাতে চালাতো লুটপাট। আদালতের নির্দেশে নিজেদের হেফাজতে নিয়ে পাঁচ দুষ্কৃতীকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের পর আজ আবার ভাড়া বাড়ি থেকে রুপো ও সোনার গহনা উদ্ধার করে কাটোয়া থানার পুলিশ।


আরও পড়ুন: লোকসভা ভোটে বাংলার জন্য় সবেচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন