সোমনাথ চট্টোপাধ্যায়: হিরোর নতুন মডেল হিরো মাভেরিক (Hero Mavrick 440) এবার এসে গেল ভারতের বাজারে। হিরো মাভেরিক ৪৪০। ফিচার্স দেখলে চমকে তো যেতেই হয়, তার উপর আবার এই বাইক দেখতে হুবহু হার্লে ডেভিডসনের মত। হিরোর এই নতুন ফ্ল্যাগশিপ মডেল এবার ভারতের বাজারে পাওয়া যাবে। ২৩ জানুয়ারি লঞ্চ হওয়ার কথা ছিল এই বাইকের। তবে আজ বুধবার ১৪ ফেব্রুয়ারি থেকেই মূলত বিভিন্ন হিরোর আউটলেটে বিক্রি হবে এই গাড়ির মডেল।


দাম কত


হার্লের বাইকের মতই এতে থাকছে ৪৪০ সিসির (Hero Mavrick 440) সিঙ্গল সিলিন্ডার ফুয়েল ইঞ্জেকটেড অয়েল-কুলড ইঞ্জিন। আশা করা হয়েছিল এতে থাকবে ৬ স্পিডের গিয়ারবক্স। সেই মতই বাজারে এসেছে এই মডেল। ভারতের বাজারে এই বাইকই প্রথম হিরোর প্রিমিয়াম মডেল। এর দাম ধার্য হয়েছে ন্যূনতম ১.৯৯ লক্ষ টাকা, আর সর্বোচ্চ দাম হতে চলেছে ২.২৪ লক্ষ টাকা।


লুকস ও ইঞ্জিন


এর লুকস এবং ফিচার্সের দিক থেকে প্রিমিয়াম ক্যাটাগরিতে প্রবেশ করল হিরো মোটোকর্প। হিরো মাভেরিকের (Hero Mavrick 440) মডেল কাঁপাবে ভারতের বাজার। ৪৪০ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন, ২৭ এইচপির ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের এই গাড়ির পার্টস সবই প্রায় হার্লে ডেভিডসনের মত। এর ইঞ্জিন বাইক্বের স্ট্রাকচারের সঙ্গে তাল মিলিয়ে নতুন করে বানানো হয়েছে, বলা ভাল এতে সিক্স স্পিড গিয়ারবক্স, ও স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ রয়েছে হিরো মাভেরিকে।


ফিচার্স


ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, স্মার্টফোন ইনটিগ্রেশন, কল অ্যান্ড টেক্সট নোটিফিকেশন ইত্যাদি ফিচার্সে ঠাসা এই মোটর বাইক। টর্ক হবে এতে ৩৬ এনএম এবং ২ এনএম ডেফিসিট থাকছে। দুদিকের থাকছে ১৭ ইঞ্চির হুইল। ৪৩ মিমি টেলিস্কোপিক ফর্ক, ৩২০ মিমি ফ্রন্ট এবং ২৪০ মিমি রিয়ার ডিস্ক থাকছে এই হিরো মাভেরিকের মডেলে। উল্লেখ্য এই বাইকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকছে ১৭৫ মিমি। এইচ শেপের ডিআরএল, এলইডি লাইটিং থাকছে এই গাড়িতে।


হিরো মাভেরিক ৪৪০ (Hero Mavrick 440) লঞ্চ হওয়ার পরে ভারতের বাজারে Triumph Speed 400, Jawa 350, Honda CB350 plus, Royal Enfield Classic 350 এই গাড়িগুলির সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করবে হিরোর এই নতুন মডেল। বলাই বাহুল্য হিরোর একেবারে নতুন মডেল এবং সবচেয়ে দামি মডেল হল এই হিরো মাভেরিক।


ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গিয়েছে বাইকের। তবে এখনও পর্যন্ত তিনটি রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাবে এই গাড়ি। আর এখন থেকে বুকিং হলেও এপ্রিল মাস থেকেই কেবলমাত্র গাড়ির ডেলিভারি হবে।


আরও পড়ুন: Okaya EV: দুর্দান্ত অফার, ১৮০০০ টাকা ছাড়ে মিলছে এই ইলেকট্রিক স্কুটার- কিনবেন ?


Car loan Information:

Calculate Car Loan EMI