রানা দাস, পূর্ব বর্ধমান: বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহ। তার জেরেই প্রাণ গেল এক শিশুর। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পূ্র্ব বর্ধমানের মন্তেশ্বরে। পুলিশের জেলায় খুনের অভিযোগও স্বীকার করেছে অভিযুক্ত।  


কী ঘটনা:
দাদার সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ। এই কারণেই ভাইপোকেই খুনের অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ঘটনা। পুলিশ সূত্রে খবর, জেরায় ভাইপোকে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। 


নিহত শিশু চতুর্থ শ্রেণির পড়ুয়া ছিল। স্কুল থেকে কিছুটা দূরে ঝোপের মধ্যে ওই পড়ুয়ার দেহ উদ্ধার করেছে পুলিশ। মন্তেশ্বর থানার পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম আবু শেখ। অভিযোগ, অভিযুক্তের স্ত্রীর সঙ্গে আবুর দাদা আলি হোসেন শেখের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এই সন্দেহের জেরে অনেকদিন ধরেই গন্ডগোল চলছিল। এলাকা সূত্রের খবর, এই সন্দেহ নিয়ে বেশ কিছুদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল, বিবাদ চলছিল। সূত্রের খবর, এই ঘটনার জেরে দিন কয়েক আগে আত্মহত্যার চেষ্টা করেন আবু শেখ। তখন তাঁকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করা হয়েছিল বলে সূত্রের খবর। বৃহস্পতিবার হাসপাতাল থেকে কাউকে কিছু না জানিয়েই তিনি বেরিয়ে যান বলে অভিযোগ।


তারপরে কী?
এর পরে অভিযোগ, হাসপাতাল থেকে আবু শেখ নিখোঁজ হয়ে যাওয়ার পরেই আবুর দাদা আলি হোসেন শেখের ছেলে নিখোঁজ হয়ে যায়। পরিবার সূত্রে খবর, সহপাঠীরা জানিয়েছে শেষবার চতুর্থ শ্রেণির পড়ুয়াকে তার কাকা আবু শেখের সঙ্গে দেখা গিয়েছিল। পরিবারের দাবি, আবুকে মারধর করলে খুনের কথা স্বীকার করে সে। তারপরই পড়ুয়ার দেহ উদ্ধার করে পুলিশ। মৃত ছাত্রের মামা মহম্মদ আবি মণ্ডল বলেন, 'ভাগ্নেকে খুজে পাচ্ছিলাম না, কাকাকে মারধর করেছে. তখনই স্বীকার করেছে খুনের কথা।'


পুলিশের দাবি:
জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, দাদার সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই ধৃত ব্যক্তি ভাইপোকে খুন করেছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান। খুনের অন্য কোনও কারণ আছে কি না, আর কেউ জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে।


বাগুইআটিতে, দশম শ্রেণির পড়ুয়া দুই কিশোরের খুনের ঘটনার রেশ এখনও কাটেনি। মর্মান্তিক ওই ঘটনার পরে ১৮ দিন পালিয়ে বেড়ানোর পর শুক্রবারই হাওড়া স্টেশন থেকে ধরা পড়েছেন মূল অভিযুক্ত। এর মধ্যেই আর এক স্কুল পড়ুয়াকে খুনের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে।


আরও পড়ুন: জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের গভীর সমুদ্র যাওয়ায় নিষেধাজ্ঞা জারি