কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ফের নৌকাডুবি (boat capsizes) দামোদরে (Damodar)। এখনও নিখোঁজ (missing) ২। জামালপুরের জোৎসীরামপুর গ্রাম পঞ্চায়েতের জোতচাঁদ এলাকার ঘটনা। দুজনের হদিস পেতে তৎপর জেলা বিপর্যয় মোকাবিলা দফতর (district disaster management department) ও পুলিশের বিশেষ দল।
কী ঘটেছিল?
গত কাল সন্ধেয় একটি পানসি নিয়ে দামোদরের বুকে নৌবিহারে বেরোন ৪ বন্ধু। পানসি যখন মাঝ নদীতে, ঠিক তখনই হঠাৎ দামাল হাওয়া শুরু হয়। এলোপাথারি স্রোতে টলোমলো করতে শুরু করে নৌকা। খামখেয়ালি নদের সঙ্গে বেশিক্ষণ যুঝে উঠতে পারেনি সেটি, ডুবে যায় অল্প পরেই। পুলিশ সূত্রে খবর, ৪ জনের মধ্যে ২ জন কোনও ক্রমে সাঁতার কেটে পাড়ে ফিরতে সক্ষম হলেও বাকি দুজনের খোঁজ মেলেনি। আশঙ্কা, তাঁরা সম্ভবত তলিয়ে গিয়েছেন। নিখোঁজদের নাম সৈকত মান্না ও সৌগত বেরা। জোৎসীরামপুর এলাকাতেই বাড়ি তাঁদের। সৈকত ও সৌগতর খোঁজে নেমেছে জেলা বিপর্যয় মোকাবিলা দফতর। উদ্ধারকাজে হাত লাগিয়েছে জেলা পুলিশের বিশেষ দল।
আগেও দুর্ঘটনা দামোদরে...
কখনও নৌবিহারে কখনও আবার স্নান করতে নেমে আগেও একাধিক বার দুর্ঘটনা ঘটেছে দামোদরে। যেমন বছর দুয়েক আগে বাঁকুড়ার মেজিয়ায় ওই নদেই স্নান করতে গিয়ে তলিয়ে যায় ১৭ বছরের তিন কিশোর। দু'জনের মৃতদেহ উদ্ধার হলেও তৃতীয় জনের দেহ খুঁজতে তল্লাশি চলে। তিনজনই পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের বাসিন্দা বলে জানায় পুলিশ। পরিবার সূত্রে উঠে আসে, টিউশনের নাম করে বাড়ি থেকে বেরিয়ে দামোদরে স্নান করতে গিয়েছিল তারা। ওই বছরেরই জুলাই মাসে জল নিতে গিয়ে তলিয়ে যান আরও চার তরুণ। এই ঘটনাটি পশ্চিম বর্ধমানের অন্ডালের শ্রীরামপুর এলাকার। স্থানীয় বাসিন্দারা ছুটে এলেও বর্ষায় ভরা দামোদরে উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয়। উদ্ধারকাজে নামতে হয় অন্ডাল থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। তবে বছর পাঁচেক আগেকার একটি ঘটনার স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় নদের পাড়ের বাসিন্দাদের। এপ্রিল, ২০১৭। সে বার দুর্গাপুরের অন্ডালে দামোদরে ডুবে যাওয়া এক বন্ধুকে বাচাঁতে গিয়ে মৃত্যু হয়েছিল রামস্বরূপ মিনা নামে এক রেলকর্মীর। সহকর্মী জানকী মিনাকে নিয়ে দামোদরে স্নান করতে যান রামস্বরূপ। কিন্তু হঠাতই জানকীকে তলিয়ে যেতে দেখে জলে ঝাঁপ দেন। জানকী জল থেকে উঠে এলেও তলিয়ে যান রামস্বরূপ। পরে তাঁর দেহ উদ্ধার হয়।
মর্মান্তিক সব ঘটনার তালিকায় নতুন সংযোজন শনিবার সন্ধের নৌকাডুবি।
আরও পড়ুন:এবার বিদেশে ব্যোমকেশ, অরিন্দমের 'হত্যামঞ্চ' মুক্তি পাচ্ছে আন্তর্জাতিক স্তরে