বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।


সেই লক্ষ্যেই এই দুই জেলার দৈনন্দিন আবহাওয়ার আপডেট দেওয়া হবে এই সংক্রান্ত প্রতিবেদনে।


আরও পড়ুন ; বঙ্গে ফের নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের


দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট কী


সর্বোচ্চ তাপমাত্র- ৩৩ ডিগ্রি সেলসিয়াস


সর্বনিম্ন তাপমাত্রা- ২৬ ডিগ্রি সেলসিয়াস


আবহাওয়ার প্রকৃতি- বৃষ্টি, মেঘলা আকাশ


বাতাস- ১৩ কিমি/ঘণ্টায়


আর্দ্রতা - ৭৩ শতাংশ


সূর্যোদয়- ৫টা ১৩ মিনিটে


সূর্যাস্ত- ৬টা ১২ মিনিটে


দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -


সর্বোচ্চ তাপমাত্র- ২৭ ডিগ্রি সেলসিয়াস। ভাঙা মেঘ। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১ কিমি।


বঙ্গের আবহাওয়া--


ফের বৃষ্টির ভ্রুকুটি। সপ্তাহের শুরুতে ওড়িশা উপকূলে (Odisha Coast) তৈরি হওয়া নিম্নচাপ সরে গেছে মধ্যপ্রদেশের দিকে। তবে তার জেরে সপ্তাহের শুরুতে ভালই বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal)। সপ্তাহের শেষেও ফের বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার ফের নিম্নচাপ তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে। তৈরি হওয়ার পর নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে এগোবে।  তার জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।  উপকূলের জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


তবে এই বৃষ্টি সত্ত্বেও বর্ষার প্রথম দু’মাসে যে ঘাটতি হয়েছে তা মিটবে না বলেই মনে করছেন আবহবিদরা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জুন থেকে এখনও পর্যন্ত রাজ্যে বৃষ্টির ঘাটতি ২১ শতাংশ।  উত্তরবঙ্গে ভাল বৃষ্টিও এই ঘাটতি মেটাতে পারেনি।