রাণা দাস, পূর্ব বর্ধমান: দেশে যখন ওমিক্রন (Omicron) নিয়ে চিন্তা বাড়ছে সেই সময় ফের জেলায় জেলায় চিন্তা বাড়ছে। রাজ্যে স্কুল খুলেছে। কিন্তু স্কুল খুলতেই পূর্ব বর্ধমানে (East Burdwan) করোনা (Coronavirus) আক্রান্ত হলেন প্রধান শিক্ষক। শুধু তাই নয়, আরও দু'জনের করোনা পজিটিভ (Covid Positive)। এই ঘটনার জন্য আপাতত দু' দিনের জন্য বন্ধ হচ্ছে স্কুল (School)।
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে স্কুল।আর স্কুল খোলার পর কয়েক দিন যেতে না যেতে প্রধান শিক্ষক সহ দুজন শিক্ষক করোনা আক্রান্ত। দুদিনের জন্য বন্ধ করে দেওয়া হল পূর্বস্থলীর নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশন. আক্রান্ত প্রধান শিক্ষকসহ কম্পিউটার শিক্ষক এর সংস্পর্শে যেসব ছাত্রছাত্রী এসেছে সকলকেই আজ করানো পরীক্ষা করা হবে।
আরও পড়ুন, চিন্তা বাড়ছে দেশে, দক্ষিণ আফ্রিকা থেকে ফিরতি যাত্রীরা আক্রান্ত ভিন্ন ভাইরাসে
করোনা পরীক্ষা পরীক্ষা করানো হবে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তারপরেই সিদ্ধান্ত নেয়া হবে স্কুল কত দিন বন্ধ রাখা হবে।আজ সকাল থেকে চলছে স্কুল চত্বরে স্যানিটাইজেশন এর কাজ।
এদিকে, দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৯০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৩০৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৯০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৩৬। পাশাপাশি বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫২ লক্ষ ৬ হাজার ৪৫৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ২০ লক্ষ ৮০ হাজার ৮৮৩।
ওমিক্রন সংক্রমণের ঝুঁকি বিচার করে আরও দুটি দেশকে হাই রিস্ক তালিকায় রাখা হল। ওই দুটি দেশ হল বাংলাদেশ এবং সিঙ্গাপুর। এই নিয়ে এখনও পর্যন্ত ১২টি দেশকে হাই রিস্ক তালিকায় রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, তালিকায় থাকা দেশ থেকে কেউ ভারতে এলেই বিমানবন্দরে করোনা পরীক্ষা করা হবে। রিপোর্ট পজিটিভ এলে ভর্তি করা হবে হাসপাতালে। নমুনা পাঠানো হবে জিন বিশ্লেষণের জন্য। রিপোর্ট নেগেটিভ এলে সাতদিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। ৭ দিন পর ফের কোভিড পরীক্ষা করাতে হবে। তারপর রিপোর্ট নেগেটিভ এলে বেরনো যাবে।