মনোজ বন্দ্যোপাধ্যায়, পূর্ব বর্ধমান: মঙ্গলবার দুপুরে, দলীয় কর্মীর বাড়িতে অনুষ্ঠানের পরে পূর্ব বর্ধমানের আউশগ্রামের বাড়িতে ফিরছিলেন বুদবুদের দেবশালা পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেতা শ্যামল বক্সী ও তাঁর ছেলে চঞ্চল বক্সী। সূত্রের খবর, মাঝ রাস্তায় দুষ্কৃতীরা পথ আটকে চঞ্চলকে গুলি করে খুন করে। বাবার চোখের সামনে ছেলের মৃত্যু হয়!
সেই ঘটনায় দোষীদের এবার সরাসরি গুলি করে খুন করার হুমকি দিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ! তিনি সরাসরি বলেন, 'এসপির সঙ্গে কথা হয়েছে, এসপিকে বলেছি, কারা দোষী গ্রেফতার করুন, ১৫ দিনের মধ্যে গ্রেফতার না হলে ভয়ঙ্কর খেলা খেলব'
ব্যক্তি এক। ডায়লগও এক! সেই খেলে দেওয়ার হুঁশিয়ারি! পার্ট ওয়ানটা হয়েছিল ২০১৭ সালে! ব্যক্তি এক। অনুব্রত মণ্ডল। ৪ বছর আগে অনুব্রত বলেছিলেন, '৯টার মধ্য়ে আমি ঘরে ঢুকে যাব। একজনেরও বাড়ি ঘর রাখব না। তাণ্ডবলীলা খেলে দেব। ভয়ঙ্কর খেলে দেব। যারা মেরেছে তাঁদেরকে আগে গ্রেফতার করুন।'
আর আজ অনুব্রত বললেন, ' দেখুন আমি একটা কথা বলি, এই মার্ডারটাকে আমি মেনে নেব না। কেন, এই ফ্যামিলিটাকে আমি খুব ভালভাবে চিনি। এঁদের কোনও শত্রু ছিল না, এই গ্রামে। যেই খুন করুক, যদি বিজেপি ভাবে আমি মার্ডার করব, আর তৃণমূল কংগ্রেস চুপচাপ থাকলে কেষ্ট মণ্ডল চুপচাপ থাকবে না। '
এই হত্যাকাণ্ডের জন্য অনুব্রত সরাসরি আঙুল তোলেন বিজেপির দিকে। অনুব্রতর সরাসরি হুমকি, ' ১৫ দিনের মধ্যে যদি আসামি ধরা না পড়ে, যে জিনিস করব আমি, খুব ভয়ঙ্কর খেলা খেলে দিয়ে যাব। এ কিন্তু আমি বলে দিয়ে গেলাম। ছাড়নেওয়ালা ছেলে আমি নই।' সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, 'যদি দলের লোক হয়ে থাকে, তাহলে আগে গুলি করে মেরে দেওয়া উচিত।'
তৃণমূলের যুব নেতা চঞ্জল বক্সী হত্যাকাণ্ডের প্রতিবাদে এদিন দেবশালা এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন তৃণমূল কর্মীরা। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।