মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান (কাঁকসা): রবিবার রাতে স্ত্রীকে খুন করে কাঁকসা থানায় এসে আত্মসমর্পণ করেন রাস্ট্রায়ত্ব ব্যাঙ্ক আধিকারিক বিপ্লব পরিধা। রবিবার রাতে নিজেই  স্ত্রীকে খুন করে কাঁকসা থানায় এসে আত্মসমর্পন করেন এক রাস্ট্রায়াত্ত ব্যাঙ্ক আধিকারিক বিপ্লব পরিধা। সেই ঘটনার পুনর্নির্মাণ করা হয় বৃহস্পতিবার দুপুরে।‌ বিপ্লব পরিধা ফ্লাটে নিয়ে গিয়ে একটি টেবিলে পুতুলকে রেখে দেখান কীভাবে তার স্ত্রী ইপ্সা প্রিয়দর্শিনীকে খুন করেছিলেন তিনি।


বিপ্লব জানায়, দেখানোর সময় বারবার মাথা ঘুরছিল তাঁর। ফ্লাটের দু-একজন ছিল সেই সময়ে। বিপ্লব বলে তার পোষা কুকুরের বেল্ট দিয়ে শ্বাসরোধ করে খুন করার পর সেই বেল্ট আবার কুকুরের গলার পরিয়ে দেন। উল্লেখ্য, ৫ দিনের পুলিশ হেফাজতে আছে বিপ্লব। আগামিকাল বিপ্লবকে আবার দুর্গাপুর কোর্টে তোলা হবে।


পোষা কুকুরের বেল্ট দিয়ে স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে খুন করে গ্রেফতার হন স্বামী। ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের বামুনারা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, কাঁকসার বামুনারা ব্লকের একটি অ্যাপার্টমেন্টে স্ত্রী ইপসা প্রিয়দর্শিনীর সঙ্গে থাকতেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাসিসটেন্ট ম্যানেজার বিপ্লব পরিয়াদ। 


রবিবার রাতে কাঁকসা থানার ভারপ্রাপ্ত আধিকারিককে অভিযুক্ত ব্যক্তি নিজেই জানায় যে, সে তাঁর স্ত্রীকে খুন করেছে। এরপরই ওই ব্যক্তিকে সঙ্গে নিয়ে তাঁর বাড়ি যায় পুলিশ। বাড়িতে গেলে দেখা যায়, ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে রয়েছেন ইপসা প্রিয়দর্শিনী। ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।


সূত্রের খবর, আদতে ওড়িশার বাসিন্দা বিপ্লব পরিয়াদ। ২০১৯ সালে দেখাশোনা করে তার বিয়ে হয় কটকের বাসিন্দা ইপসা প্রিয়দর্শিনীর সঙ্গে। বর্তমানে সে পশ্চিম বর্ধমানের কাঁকসায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাসিসটেন্ট ম্যানেজারের পদে চাকরি করেন। তাই কর্মসূত্রে ওই দম্পতি কাঁকসাতেই ভাড়া থাকতেন। 


বিয়ের পর থেকেই দম্পতির মধ্যে নানা বিষয়ে অশান্তি লেগেই থাকত। রবিবার অশান্তির মাত্রা চরম পর্যায়ে পৌঁছে যায়। সেদিনও কথা কাটাকাটি হচ্ছিল দম্পতির মধ্যে। অভিযুক্ত ব্যক্তি নিজেই পুলিশকে জানিয়েছে, রবিবার রাতে অশান্তির মাত্রা এতটাই বেড়ে যায় যে, সে আর মাথার ঠিক রাখতে পারেননি। কথা কাটাকাটি চলাকালীনই সে তার পোষা কুকুরের বেল্ট দিয়ে স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে খুন করেন। কারণ হিসেবে ওই ব্যক্তি জানান, স্ত্রী ইপসার চাহিদা আর অত্যাচার সহ্য করতে না পেরেই সে এই ঘটনা ঘটিয়েছে। নিজে হাতে স্ত্রীকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পন করেছে ওই ব্যক্তি। 


পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রবিবার রাতে মোটরবাইক চালিয়ে কাঁকসা থানায় আসেন ওই ব্যক্তি। কাঁকসা থানার অফিসারকে নিজের কীর্তির কথা খুলে বলেন। অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ঘটনা জানা মাত্রই ঘটনাস্থলে গেলে ইপসা প্রিয়দর্শিনীর মৃতদেহ দেখতে পায় পুলিশ।