পূর্ব বর্ধমান: ‘আশা (Asha Worker) ও আইসিডিএস (ICDS)-এর মেয়েদের জন্য ৮ হাজার টাকার ফোন দেওয়া হবে। ১০ লক্ষ টাকা দিচ্ছি স্মার্ট কার্ডের জন্য, আরও ২০ হাজার স্মার্ট কার্ড বিলির জন্য তৈরি।’ সোমবার পূর্ব বর্ধমানের মাটি উৎসবের মঞ্চ থেকে আশাকর্মীদের পাশে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন প্রথমে স্টুডেন্ট স্মার্ট কার্ডের কথা এবং পরে আশাকর্মীদের ফোন দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

  


এদিন একশো দিনের প্রকল্প নিয়ে ফের কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। দীর্ঘদিন ধরে বলার পরেও কেন্দ্রে একশো দিনের বকেয়া টাকা দিচ্ছে না। এমন অভিযোগ এর আগেও করেছেন মুখ্যমন্ত্রী। এদিন ফের তিনি বলেন, 'বিজেপির লোকেরা ১০০ দিনের কাজের টাকা গত ৬ মাস ধরে বন্ধ করে দিয়েছে। কত কষ্ট করে ১০০ দিনের লোকের কাজ করে। সংবিধানের নিয়ম হচ্ছে ১৫ দিনের মধ্যে কাজের টাকা দিতে হবে। আমাদের থেকে কেন্দ্রীয় সরকার টাকা তুলে নিয়ে যায়, তার একটা ভাগ আমরা পাই। এটা ওদের টাকা তা নয়। কিন্তু ৬ মাস ধরে বিজেপি সরকার আমাদের ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না।'


এনিয়ে মমতা আরও বলেন, 'আমরা অবিলম্বে চাই, ১০০ দিনের কাজের টাকা দাও, নইলে বিজেপি বিদায় নাও। বাংলার বাড়ি, বাংলার সড়ক যোজনাতেও টাকা আটকে রেখেছে। আমি সাংসদদের একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম, দেখি তারপর কী করছে? তা না হলে হয়তো আমাকে দিল্লি যেতে হতে পারে এগুলো সমাধানের জন্য।' এদিন প্রাপ্য বকেয়া চেয়ে মমতার হুঁশিয়ারি '৬ মাস ধরে বিজেপি সরকার আমাদের ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। আমরা অবিলম্বে চাই, ১০০ দিনের কাজের টাকা দাও, নইলে বিজেপি বিদায় নাও।' 


আরও পড়ুন: Burdwan News: বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা